কলকাতা: তাঁকে সাধারণত শহুরে আর ঝলমলে চরিত্রতেই দেখে অভ্যস্থ মানুষ। তবে পরিচালক সৌরভ পালোধি (Saurav Palodhi) তাঁকে ভেবেছিলেন এক্কেবারে অন্য লুকে, অন্য চরিত্রে। সেটাই ছিল তাঁর কাছে এই ছবিতে অভিনয়ে রাজি হওয়ার প্রথম কারণ। দ্বিতীয়ত, এই ছবির বিষয়বস্তু খুবই ভাল লেগেছিল তাঁর। মনে হয়েছিল, বর্তমান সময়ে দাঁড়িয়ে এই গল্প বলা প্রয়োজন। সেই কারণেই রানা সরকার প্রযোজিত 'অঙ্ক কি কঠিন' ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন তিনি। উষসী চক্রবর্তী (Usashi Chakraborty)। ছবি মুক্তির আগে, জীবনের অঙ্ক নিয়ে এবিপি লাইভ বাংলার সঙ্গে কথা বললেন উষসী। 

'অঙ্ক কী কঠিন' ছবির অফার উষসীর কাছে কীভাবে এসেছিল? অভিনেত্রী বলছেন, 'রানাদা আর সৌরভ আমায় একসঙ্গে ফোন করেছিলেন। আমি এই ছবিটা করতে রাজি হয়েছিলাম কারণ আমায় সাধারণ গ্ল্যামারাস লুকেই দেখে অভ্যস্থ দর্শক। এখানে আমার চরিত্রটা একটা হাসপাতালের আয়া-র। লুক সেট হওয়ার আগে পর্যন্ত কল্পনাও করতে পারছিলাম না, এই লুকে আমায় কেমন লাগবে। তবে ছবিটা হয়ে যাওয়ার পরে মনে হচ্ছে, আমায় বিশ্বাসযোগ্যই লাগছে।' ছবিটা ইতিমধ্যেই একাধিক ফিল্ম ফেস্টিভ্যালে ঘুরে এসেছে, প্রশংসিত ও হয়েছে। কেমন প্রতিক্রিয়া পেয়েছেন উষসী? অভিনেত্রী বলছেন, 'অনেকেই বলেছেন, আমায় এইরকম চরিত্রে মানাবে এটা অনেকেই ভাবতে পারেননি। তবে শুধু আমার চরিত্রটার জন্য নয়, ব্যক্তিগতভাবে এই ছবিটার সঙ্গে আমার একটা আত্মিক যোগ তৈরি হয়ে গিয়েছে। এই ছবিটা খুব সৎ। এমন একটা জীবনযাত্রা, এমন কিছু স্বপ্ন, এমন কিছু যাপন যেগুলো এই ছবিটায় দেখানো হয়েছে সেটা বাংলা ছবি থেকে প্রায় হারিয়ে যাচ্ছে। আর অনেক বছর বাদে বাচ্চাদের জন্য একটা ভাল ছবি আসছে গরমের ছুটিতে।'

ছবিতে একেবারে অন্যরকম চরিত্রে দেখা যাবে উষসীকে। তিনি নিজে এই চরিত্রটার জন্য কী প্রস্তুতি নিয়েছিলেন? অভিনেত্রী বলছেন, 'আমি এই ধরণের চরিত্র দেখেছি। আমার বাড়িতে যে গৃহ সহকারী আসতেন, আমি তাঁকে দেখেও নিজেকে অনেকটা তৈরি করেছি।' এই ছবির গল্প বলা কতটা প্রয়োজনীয় বলে মনে করেন উষসী? অভিনেত্রী বলছেন, 'এই ধরণের মানুষদের গল্প এখন আর বাংলা ছবিতে বলা হয় না। আর শুধু প্রয়োজন নয়, ছবিটায় বিনোদনের অনেক জিনিস আছে। যে ৩ জন খুদে অভিনয় করেছে তারা দারুণ কাজ করেছে। আমি নিজেও ওদের সঙ্গে মিশে গিয়েছিলাম। খুব মজা করতাম। সব মিলিয়ে এটা একটা গোটা পরিবারের সঙ্গে বসে দেখার ছবি।'

অনেকে বলছেন, 'অঙ্ক কি কঠিন' রাজনৈতিক ছবি.. উষসী থামিয়ে দিয়ে বললেন, 'একেবারেই না। এই ছবিটাকে কে রাজনৈতিক ছবি বলেছে, আমি শুনিনি। এটা একেবারেই সামাজিক, পারিবারিক ছবি। আমি তো এই ছবির মধ্যে রাজনীতি দেখতে পাইনি।' উষসী ছবি বাছার সময় কী ব্য়বসায়ীক দিক মাথায় রাখেন? অভিনেত্রী বলছেন, 'একেবারেই না। ওটা প্রযোজকের দায়িত্ব। আমি চরিত্র আর গল্প দেখে ছবি বাছি।' এমন কোনও চরিত্র রয়েছে, যে চরিত্রে উষসী অভিনয় করতে চান কিন্তু এখনও অফার পাননি? অভিনেত্রীর ঝটপট জবাব, 'একজন গোয়েন্দার চরিত্র আর একজন মনোবিদের চরিত্রে অভিনয় করার খুব ইচ্ছা।'

সামনে মুক্তি পাচ্ছে নতুন ছবি। পাশাপাশি, 'রোশনাই' ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নায়িকা। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও তাঁর ঝলমলে উপস্থিতি। উষসী বলছেন, 'হ্যাঁ, এখন কাজের পাশাপাশি, সোশ্যাল মিডিয়াটাকেও আমি সিরিয়াসলি নিচ্ছি। আমার যে বিষয়টা খুব একটা ভাল লাগার তা নয়, কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার প্রভাব অস্বীকার করা মুশকিল। তবে শুধু নিজের মতামত বা চরিত্র নয়, সোশ্যাল মিডিয়ায় আমি আমার ইচ্ছামতো চরিত্র সাজতে পারি। আমায় অনেক সময় একটা টাইপকাস্ট করার প্রবণতা থাকে। সোশ্যাল মিডিয়ায় নিজের খুশিমতো চরিত্রে অভিনয় করার স্বাধীনতা রয়েছে।'

কখনও মনে হয় বর্তমান সময়ে দাঁড়িয়ে আরও কাজ পাওয়া উচিত? উষসী বলছেন, 'এটা তো যে কোনও শিল্পীরই মনে হবে যে আরও কাজ পাওয়া উচিত। এইসব ভেবে করব কী? আমি নেতিবাচক চিন্তা করি না। আমার কাছে যেমন সুযোগ আসবে, সেভাবেই কাজ করব।'