Smartwatch: ভারতে লঞ্চ হয়েছে অ্যামেজফিট বিপ ৬ স্মার্টওয়াচ। এই স্মার্টওয়াচে রয়েছে ১.৯৭ ইঞ্চির আয়তাকার AMOLED ডিসপ্লে। এই স্মার্টওয়াচে 5 ATM রেটিং রয়েছে। এই স্মার্টওয়াচ একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। একবার পুরো চার্জ দিলে ১৪ দিন পর্যন্ত চালু থাকবে অ্যামেজফিট বিপ ৬ স্মার্টওয়াচ। সাধারণ ভাবে ব্যবহার করলে এই ব্যাটারি লাইফ পাওয়া যাবে। আর যদি ব্যাটারি সেভার মোড চালু থাকে, তাহলে অ্যামেজফিট সংস্থার এই স্মার্ট ওয়ারেবল ডিভাইস চলবে প্রায় ২৬ দিন পর্যন্ত। ব্লুটুথ কলিং সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে। এছাড়াও পাবেন OSM ম্যাক ভিত্তিক নেভিগেশন সাপোর্টও।
ভারতে অ্যামেজফিট বিপ ৬ স্মার্টওয়াচের দাম কত, কোথা থেকে কেনা যাবে, কী কী রঙে লঞ্চ হয়েছে
ভারতে অ্যামেজফিটের এই স্মার্টওয়াচের দাম ৭৯৯৯ টাকা। এই ওয়ারেবল ডিভাইস অনলাইনে কেনা যাবে অ্যামেজফিটের অফিশিয়াল ই-স্টোর এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। এছাড়াও নির্দিষ্ট কিছু রিটেল স্টোর থেকেও অফলাইনে কেনা যাবে এই স্মার্টওয়াচ। ব্ল্যাক, চারকোল, লাল এবং রেড ও স্টোন - এইসব রঙে বা শেডে লঞ্চ হয়েছে অ্যামেজফিট বিপ ৬ স্মার্টওয়াচ।
অ্যামেজফিট বিপ ৬ স্মার্টওয়াচে কী কী ফিচার রয়েছে, একনজরে দেখে নিন
- এই স্মার্টওয়াচে ১.৯৭ ইঞ্চির আয়তাকার AMOLED স্ক্রিন রয়েছে। এই tempered glass ডিসপ্লের মধ্যে রয়েছে অ্যান্টি-ফিঙ্গারপ্রিন্ট কোটিং সাপোর্ট। আইওএস এবং অ্যান্ড্রয়েড, দুই ধরনের ডিভাইসের সঙ্গেই স্মার্টওয়াচ যুক্ত করা সম্ভব।
- একাধিক হেলথ এবং ফিটনেস ট্র্যাকিং ফিচারের সাপোর্ট রয়েছে অ্যামেজফিটের এই স্মার্টওয়াচে। এই ডিভাইসে রয়েছে বায়ো ট্র্যাকার পিপিজি বায়োমেট্রিক সেনসর। এর সাহায্যে হার্ট রেট ভ্যারিয়েবিলিটি, ব্লাড অক্সিজেন লেভেল, স্ট্রেস, স্লিপ এবং মেন্সট্রুয়াল সাইকেল- এইসব পরিমাপ করা যাবে।
- অ্যামেজফিট বিপ ৬ স্মার্টওয়াচে ব্লুটুথ কলিং, অফলাইন OSM ম্যাপ-নেভিগেশনের জন্য, ৪০০-র বেশি ওয়াচ ফেস, ১৪০-এর বেশি প্রিসেট ওয়ার্ক আউট মোডের সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ৩৪০ এমএএইচ ব্যাটারি রয়েছে এই স্মার্টওয়াচে। একবার পুরো চার্জ দিয়ে স্ট্যান্ডার্ড ইউজ করলে প্রায় ১৪ দিন চালু থাকবে এই স্মার্টওয়াচ।
- জিপিএস সাপোর্টও রয়েছে অ্যামেজফিটের এই স্মার্টওয়াচে। একবার চার্জ দিলে তা থাকবে প্রায় ৩২ ঘণ্টা। নাগাড়ে ব্যবহার করলেও ৬ দিন পর্যন্ত চালু থাকবে এই ওয়ারেবল ডিভাইস। ব্যাটারি সেভিং মোড চালু থাকবে চালু থাকবে প্রায় ২৬ দিন পর্যন্ত। এই স্মার্টওয়াচের ওজন প্রায় ২৭.৯ গ্রাম।