কলকাতা: গোটা দেশ এখন 'পাঠান' (Pathaan) জ্বরে কাবু। প্রিয় তারকা শাহরুখ খানের (Shah Rukh Khan) ছবি মুক্তিতে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। সেই তালিকায় অবশ্যই সামিল টলিউড অভিনেত্রী ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty)। 'পাঠান' ছবি দেখে এসে সোশ্যাল মিডিয়ায় প্রিয় তারকাকে (Favourite Actor) লিখলেন খোলা চিঠি। 


শাহরুখকে খোলা চিঠি ঊষসীর


রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন ঊষসী। 'পাঠান'-এর পোস্টারে শাহরুখ খানকে জড়িয়ে ঊষসী, সঙ্গে লম্বা চিঠি। 'প্রিয়তম শাহরুখ'-এর উদ্দেশে ঊষসীর সরল স্বীকারোক্তি, 'তোমার যে কোনও ছবি হলে গিয়ে দেখতে যাওয়ার আগে আমি দারুণ সাজি। গাঢ় করে লিপস্টিক লাগাই- কাজল পরি। নিন্দুকেরা হাসে!' কিন্তু তাতে বিশেষ পাত্তা দেন না অভিনেত্রী। কারণ তাঁর কথায়, 'আমি কোনও উত্তর করিনা। মৃদু হাসি। ওরা কী বুঝবে তোমার আমার রসায়ন! ওরা কি জানে দুষ্টু লোকের পিছনে দৌড়তে দৌড়তে, আঁখির কোন দিয়ে তুমি একবার আমার দিকে তাকাবে। তাকাবেই।'              


সব শেষে অভিনেত্রীর বক্তব্য, 'পাঠান কেমন ছবি আমি কেমন করে বলি?' ঊষসী যে গোটা ছবিজুড়ে কেবল প্রিয় তারকাকেই দেখে গেছেন। ছবির গল্প দেখার যে সুযোগই ঘটেনি তাঁর। হাঁ হয়ে দেখেছেন শাহরুখকে। তাঁর বিশ্বাস, শাহরুখ সব পারেন, তা হেলিকপ্টার থেকে এক লাফে নায়িকাকে বাঁচানো হোক বা ভেঙে পড়া ট্রেন থেকে অবিশ্বাস্য দৌড়! তাই তো শাহরুখের জয় মানেই নিজের জয় বলে বিশ্বাস করেন অভিনেত্রী।              


 



চিঠির শেষে রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে ঊষসী লেখেন, 'তবু রাজার দুলাল যাবে গো আমার ঘরের সমুখ পথে, শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ রহিব বল কি মতে?' কারণ রবি ঠাকুর যে সব পরিস্থিতির জন্যই অব্যর্থ গান লিখে গেছেন। 


আরও পড়ুন: Rajnikath News: অমিতাভের পরে রজনীকান্ত, ছবি, কন্ঠস্বর ব্যবহারে জারি হল নিষেধাজ্ঞা


প্রসঙ্গত, প্রথম দিনের ভোরের শো থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি। ইতিমধ্যেই ভারতের দুই ব্লকবাস্টার 'কেজিএফ ২' (KGF Chapter 2) ও 'বাহুবলী ২' (Baahubali 2) ছবিকে পিছনে ফেলেছে 'পাঠান'। এবার এই ছবির নতুন রেকর্ড। মুক্তির পাঁচ দিনের মধ্যেই ২৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। তাতেও রেকর্ড।