Moto E13: ভারতে নতুন ফোন লঞ্চ করবে মোটোরোলা (Motorola) সংস্থা। শোনা যাচ্ছে, এই ফোন একটি বাজেট ফ্রেন্ডলি মডেল হতে চলেছে। অর্থাৎ ফোনের দাম থাকবে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। মোটো ই১৩ (Moto E13) ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। যদিও এখনও এই ফোন লঞ্চের আনুষ্ঠানিক দিনক্ষণ জানা যায়নি। মোটোরোলা 'ই' সিরিজের আসন্ন ফোন মোটো ই১৩ আগামী মাসের শুরুর দিকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শুরুতে ভারতে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে মোটো ই১৩ ফোন ভারতে লঞ্চ হতে পারে। ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। ভারতে এই ফোনের দাম ১০ হাজার টাকার মধ্যে হবে বলে অনুমান করা হচ্ছে। 


মোটো ই১৩ ফোনের দাম কত হতে পারে ভারতে


অনুমান করা হচ্ছে, মোটো ই১৩ ফোনের দাম ভারতে ১০ হাজার টাকার আশপাশে থাকবে। কসমিক ব্ল্যাক, অরোরা গ্রিন এবং ক্রিম হোয়াইট- এই তিনটি রঙে লঞ্চ হতে পারে মোটোরোলা 'ই' সিরিজের এই ফোন। ইতিমধ্যেই ইউরোপ, পশ্চিম এশিয়া, লাতিন আমেরিকা, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই ফোন লঞ্চ হয়েছে। 


মোটো ই১৩ ফোনের ভারতীয় মডেলের সম্ভাব্য স্পেসিফিকেশন



  • মোটো ই১৩ ফোনে ডুয়াল সিমের স্লট থাকতে পারে। সেখানে ন্যানো সিম লাগানো যাবে। অ্যান্ড্রয়েড ১৩ (গো এডিশন)- এর সাপোর্ট থাকতে পারে এই ফোনে। 

  • মোটোরোলার আসন্ন ফোনে থাকতে পারে একটি ৬.৫ ইঞ্চির IPS LCD ডিসপ্লে যেখানে HD+ রেজোলিউশন থাকার সম্ভাবনা রয়েছে। রিফ্রেশ রেট হতে পারে ৬০ হার্টজ।

  • মোটো ই১৩ ফোনে একটি Unisoc T606 প্রসেসর থাকতে পারে। তার সঙ্গে যুক্ত থাকতে পারে ২ জিবি র‍্যাম। এছাড়াও থাকতে পারে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ যা ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 

  • মোটোরোলা 'ই' সিরিজের এই ফোনে একটি ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। 

  • মোটো ই১৩ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে পারে। একবার চার্জ দিলে ৩৬ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে বলে দাবি সংস্থার। এই ফোন একটি IP52 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। 



Samsung Galaxy S23 Series: আর কয়েকদিনের অপেক্ষা।  1 ফেব্রুয়ারি লঞ্চ হবে Samsung S23।  স্যামসাঙের এই ফোন নিয়ে বেড়েই চলেছে কৌতূহল। বিশেষ করে  এই সিরিজের টপ-এন্ড ভেরিয়েন্ট নিয়ে বেশি উত্তেজিত ক্রেতারা। ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ছাড়াও অনেক দুর্দান্ত বৈশিষ্ট্য রয়েছে এই স্মার্টফোনে।