একটি অনুষ্ঠানে বাণী দুই সহ অভিনেতার প্রশংসা করেছেন। সুশান্ত ও রণবীরের মধ্যে একজনকে বেছে নেওয়ার কথা অনুষ্ঠানের সঞ্চালক বলায় কিছুটা দ্বিধায় পড়ে যান বাণী। বলেন, ‘হে ভগবান! দুজনের তুলনা ও একজনকে বেছে নেওয়া খুবই মুশকিল’।
একইসঙ্গে বাণী বলেন, ‘আমার মনে হয়, পরিশ্রম করার ব্যাপারে দুজনেই সমান এবং আমার মনে হয়েছে যে, দুজনেরই দেহ সৌষ্ঠব খুবই ভালো’।
সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওয়ার’-এর সাফল্য এখন চুটিয়ে উপভোগ করছেন এই সিনেমার অভিনেত্রী বাণী।
খুব শীঘ্রই তাঁকে রণবীর কপূরের সঙ্গে ‘শমশেরা’ সিনেমা দেখা যাবে।