কলকাতা: কাঁধ ছোঁয়া চুল, গলায় মাফলার, চাপা জ্যাকেট আর জিন্স... অচেনা রূপে অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায় (Amrita Chatterjee)। মুক্তি পেল 'বারাণসী জংশন' (Varanashi Junction)-এর পোস্টার। অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এবার পূণ্যভূমিতে গা ছমছমে গল্প!
বারাণসীর ধর্ম আর রাজনীতির অলিগলি জুড়ে বিস্তৃত কাহিনির প্রেক্ষাপটে তৈরি হল একটি রোমহর্ষক থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ। নাম 'বারাণসী জংশন'। পরিচালক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায় নিয়ে আসছেন নতুন থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ 'বারাণসী জংশন'। মুক্তি পাবে 'ক্লিক' প্ল্যাটফর্মে, মার্চ মাসে। এই সিরিজের বিশেষত্ব গোটাটাই শ্যুট করা হয়েছে মোবাইল ফোনে। বলিউডে ইতিমধ্যেই এই এক্সপেরিমেন্ট করে ফেলেছেন বিশাল ভরদ্বাজ ও সঞ্জয় লীলা ভংশালী। দ্রুত গতির এই কাহিনির পরতে পরতে রয়েছে টান টান উত্তেজনা। প্রত্যেক আনাচে কানাচে যেন বিপদমুখী মরণের ফাঁদ।
আরও পড়ুন: Zeenat Aman: আবারও 'নিষিদ্ধ' বিষয় নিয়ে প্রকাশ্য়ে আসছেন জিনাত! তুঙ্গে জল্পনা
ঘটনার সূত্রপাত একটি ইউটিউব ব্লগার যুবকের আকস্মিক নিখোঁজ হওয়া ও এক মহিলা সাংবাদিকের তাঁকে শনাক্তকরণকে কেন্দ্র করে। সেই জটিল ঘটনার পিছু তাড়া করে সেই সাংবাদিক ভয়ানক বিপদের সম্মুখীন হয়। স্বেচ্ছায় অনুসন্ধানের সূত্র ধরে এই আঁধার জগতে পা রেখেই সে বুঝতে পারে যে, সে নিজেই ওই প্রাচীন শহরের এক ভয়াবহ দুষ্কৃতী চক্রের মারণ নিশানার কেন্দ্রবিন্দু। সে এও বুঝতে পারে যে তার অজ্ঞাতেই তার প্রত্যেক পদক্ষেপের ওপর নজরদারি করা হচ্ছে। এমন কী এই শহরে বিশ্বাসযোগ্য বলে সে কাউকেই খুঁজে পায় না। ক্রমে তার সামনে ধর্মবান্ধব শহরে ঘোর অধর্মের কালো আঁধারে ভরসাযোগ্য সব দরজা একে একে বন্ধ হতে থাকে। সে কি চারিদিক থেকে ঘিরে ধরা বিপর্যয়ের ঘেরাটোপ থেকে বেরোতে পারবে? শেষমেষ আঁধার জগতের ঘৃণ্য শক্তিগুলো কি পরাজিত হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে টানটান থ্রিলার 'বারাণসী জংশন'-এ। সিরিজের কাহিনি, চিত্রগ্রাহক, পরিচালক ও সম্পাদক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায় নিজেই।
অভিনয়ে দেখা যাবে অমৃতা চট্টোপাধ্যায়, জিৎ সুন্দর চক্রবর্তী, যুধাজিত সরকার, ঋদ্ধিষ চৌধুরি, কোরক সামন্ত, অভিজিৎ সেনগুপ্ত, অরূপ জায়গিরদার, মহম্মদ করিম, অগ্নিভ বন্দ্যোপাধ্যায় প্রমুখকে। আজ মুক্তি পেয়েছে এই ছবির টিজার। টান টান রোমাঞ্চ গল্পের বাঁকে বাঁকে রয়েছে ঘটনার ঘনঘটাও।