কলকাতা: সাজিদ নাদিয়াদওয়ালার (Sajid Nadiadwala) প্রযোজনা ব্যানার 'নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্ট'-এর সঙ্গে অশ্বিনী আইয়ার তিওয়ারি ও নীতেশ তিওয়ারির সংস্থা 'আর্থস্কাই পিকচার্স'-এর সহযোগিতায় তৈরি হয়েছে প্রেম কাহিনি 'বাওয়াল'। এই প্রথম একসঙ্গে বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন বরুণ ধবন ও জাহ্নবী কপূর। এই ছবি প্রাইম ভিডিওর মাধ্যমে ভারত ও বিশ্বের ২০০ দেশে দেখা যাবে। জুলাই মাসে মুক্তি পাবে এই ছবি। আর এবার এই ছবি নিয়ে প্রকাশ্য়ে এল নতুন তথ্য়।


বলিউড সূত্রের খবর, বরুণ ধবন ও জাহ্নবী কপূরের ছবি 'বাওয়াল'-এর প্রিমিয়ার হবে প্যারিসের আইফেল টাওয়ারে। এটিই প্রথম ভারতীয় ছবি যার প্রিমিয়ার আইফেল টাওয়ারে হতে চলেছে। 


আরও পড়ুন...


Castor Oil: চুলের স্বাস্থ্যের জন্য ঠিক কতটা প্রয়োজন ক্যাস্টর অয়েল? কীভাবে চুলের খেয়াল রাখে এই তেল?


কিছুদিন আগেই শোনা যায় ওটিটিতে মুক্তি পাবে 'বাওয়াল'। যদিও তখন কোনও প্ল্যাটফর্মের নাম নিশ্চিতভাবে ঘোষণা করা হয়নি। 'দঙ্গল' খ্যাত নীতেশ তিওয়ারির এই ছবি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি। একাধিক সূত্র মারফত খবর মেলে তখন, এই ছবির বিষয় খানিক অন্য ধরনের। সাধারণত আদ্যন্ত কমার্শিয়াল মশলা মনোরঞ্জক ছবির মতো এই ছবির বিষয় নয়। ফলে সূত্রের খবর, ছবির নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন এই ছবি ওটিটিতে মুক্তির জন্যই উপযুক্ত।


এর আগে ৭ এপ্রিল ২০২৩-এ মুক্তি পাওয়ার কথা ছিল 'বাওয়াল' ছবির। কিন্তু পরে সেই তারিখ পিছিয়ে যায়। একাধিক সূত্র মারফৎ খবর, ভিএফএক্সে দেরি হওয়ার জন্য এই ছবির মুক্তির তারিখ পিছিয়ে যায়। ছবির পোস্ট প্রোডাকশন এখনও বাকি রয়েছে বলে মনে করা হয়েছে। অনুরাগীরা অবশ্যই বরুণ ও জাহ্নবীর টাটকা জুটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায়। 


ছবির শ্যুটিং শেষে ইনস্টাগ্রামে 'রুহি' অভিনেত্রী 'বাওয়াল' জুটির একটি মিষ্টি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, 'আমস্টারডামে "বাওয়াল" সময় কাটাচ্ছি। শিডিউল র‍্যাপ। পোল্যান্ড, তুমি আমাদের জন্য তৈরি তো?'


আরও পড়ুন...


Hair Care: আপনি কি চুল পড়ার সমস্য়ায় জর্জরিত? পাতে রাখুন এই খাবারগুলি


সাজিদ নাদিয়াদওয়ালা (Sajid Nadiadwala) প্রযোজিত 'বাওয়াল' একটি সামাজিক ছবি। এই ছবিতেই প্রথম বরুণ-জাহ্নবী জুটিকে দেখবেন দর্শক। ছবিতে বরুণ ও জাহ্নবী একই ধরনের পোশাকে 'ট্যুইনিং' করতে দেখা গেছিল। দুজনেই সম্পূর্ণ সাদা পোশাক পরেছিলেন। আমস্টারডামে শ্যুটিং সারার পর তাঁরা পাড়ি দিয়েছিলেন পোল্যান্ডের (Poland) উদ্দেশে।