কলকাতা: বর্তমানে হৃষিকেশে শ্যুটিং করছেন অভিনেতা বরুণ ধবন (Varun Dhawan)। আর সেখানে গিয়েই চোট পেলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় সেই খবর অভিনেতা নিজেই শেয়ার করে নিয়েছেন। বরুণ শেয়ার করেছেন যে ছবি, সেখানে দেখা যাচ্ছে, একটি বরফের বাটিটে আঙুল ডুবিয়ে রয়েছেন তিনি। লিখেছেন, 'আঙুল সারতে কতদিন সময় লাগবে?' ঠিক কীভাবে চোট লাগল অভিনেতার?
জানা গিয়েছে, হৃষিকেশে শ্যুটিং করতে গিয়ে আঙুলে গুরুতর চোট পেয়েছেন অভিনেতা। দুর্ঘটনার পরে তড়িঘড়ি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে প্রাথমিকভাবে পরিস্থিতি সামলে উঠেছেন বরুণ। আঙুলে বরফের সেঁক দিচ্ছেন তিনি, সেই ছবি পোস্ট করেছেন সমাজমাধ্যমে। লিখেছেন, 'আঙুল সারতে কতদিন সময় লাগবে?' এই ছবি ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন বলিউড। অনেকেই জানতে চেয়েছেন অভিনেতার কী হয়েছে? অনেকে আবার তাঁকে পরামর্শ দিয়েছেন বিশ্রাম নেওয়ার। তবে শ্যুটিং যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেইদিকে কড়া নজর অভিনেতার। ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর শ্যুটিংয়ে আপাতত ব্যস্ত বরুণ। ২২ মার্চ থেকেই হৃষিকেশে রয়েছেন তিনি। পূজা হেগড়ের সঙ্গে শ্যুটিং করছেন তিনি। কয়েক মাস আগে 'বর্ডার ২'-এর ছবির শ্যুটিং করতে গিয়ে আঙুলে চোখ পেয়েছিলেন বরুণ। সেই সময়েও শ্যুটিং বন্ধ করেননি তিনি।
চলতি বছরের শুরুতেই সোশ্যাল মিডিয়ায় বেবিবাম্পের ছবি শেয়ার করে নিয়েছিলেন বরুণ ও নাতাশা। তখনই জানা গিয়েছিল, তাঁদের ঘরে সন্তান আসতে চলেছে। অবশেষে জুন মাসে বরুণ নাতাশার পরিবারে আসে নতুন সদস্য। তাঁদের পরিবারে খুদে সদস্যের আসার খবর প্রথম জানিয়েছিলেন বাবা ডেভিড ধবন। ২০২১ সালে সাত পাকে বাঁধা পড়েন বরুণ ও নাতাশা। স্কুলজীবন থেকেই একে অপরকে পছন্দ করতেন বরুণ ও নাতাশা। পরে তাঁরা পারিবারিকভাবে আরও কাছাকাছি আসেন। একুশ সালের জানুয়ারি মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন বরুণ এবং নাতাশা। যদিও সাধামাঠভাবেই বিয়ে সারেন এই দম্পতি। বিয়ের প্রস্তুতি নিয়েও কোনও আড়ম্বর করতে চাননি তাঁরা। যার জন্য, সেই খবর প্রথম দিকে চাপা ছিল। বিয়ের তিন বছরের ঠিক পরপরই এবার তাঁদের কোল আলো করে আসে কন্যা সন্তান। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই সন্তানের নাম। লারা নামের অর্থ ক্ষেত্রবিশেষে লাবণ্য, সুরক্ষা বা জয়। যে মানুষের মধ্যে সৌন্দর্য ও প্রাণোচ্ছ্বলতা দুইই থাকে, তাকেও লারা চলে। অন্যদিকে, ভিন্ন সংস্কৃতিতে এর ভিন্ন অর্থ রয়েছে। লাতিনে বাড়ি ও জমি রক্ষক দেবতার নাম লারা। লারা নামের গ্রিক অর্থ দেবদূত। রাশিয়ায় লারিসা নামের ছোট সংযোজন ‘লারা’। এই নামের অর্থ আনন্দিত।