মুম্বই: আজই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ধর্মা প্রোডাকশনসের বহু প্রতীক্ষিত ছবি 'যুগ যুগ জিও' (Jug Jug Jeeyo)। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধবন (Varun Dhawan) এবং কিয়ারা আডবাণী (Kiara Advani)। এছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে অনিল কপূর (Anil Kapoor) এবং নীতু কপূরকে (Neetu Kapoor)। মাল্টি স্টারার এই ছবিকে ঘিরে নির্মাতাদের প্রত্যাশা অনেক। দর্শকেরাও ইতিমধ্যেই এই ছবিকে 'হিট' তকমা দিয়েছেন। কিন্তু মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই অনলাইনে ফাঁস হয়ে গেল 'যুগ যুগ জিও'। বিনামূল্যে দেখা যাচ্ছে একাধিক মাধ্যমে।
অনলাইনে ফাঁস 'যুগ যুগ জিও'-
দীর্ঘ প্রতীক্ষার পর আজ মুক্তি পেয়েছে 'যুগ যুগ জিও'। ছবি মুক্তির আগে দেশজুড়ে প্রচার চালিয়েছেন তারকারা। মাত্র কয়েকদিন আগেই ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন বরুণ ধবন ও কিয়ারা আডবাণী। এছাড়াও বরুণ - কিয়ারাকে প্রশংসায় ভরিয়ে দেন নীতু কপূর। ট্রেলার, টিজার ও এই ছবির একাধিক গান মুক্তি পেয়েছে নেট দুনিয়ায়। আর তা দেখে দর্শকেরা ইতিমধ্যেই প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অনলাইনে ফাঁস হয়ে গেল 'যুগ যুগ জিও'। একদিকে যখন ছবি বক্স অফিসে সাফল্য পাওয়ার আশা করছে, তখন প্রথম দিনই অনলাইনে ফাঁস হয়ে যাওয়ায় তা ছবির ব্যবসায় প্রভাব ফেলবে বলেই আশঙ্কা ট্রেড অ্যানালিস্টদের।
আরও পড়ুন - Hera Pheri 3: 'হেরা ফেরি ৩' আসার খবর পেতেই নেট দুনিয়ায় মজাদার মিমের বন্যা
বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, একাধিক ওয়েবসাইটে বিনামূল্যে দেখা যাচ্ছে 'যুগ যুগ জিও'। শুধু তাই নয়, এইচ ডি কোয়ালিটির ছবি ফাঁস হয়েছে অনলাইনে। প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে ছবির ব্যবসায় ব্যাপক প্রভাব পড়েছে। সংক্রমণ কাটিয়ে সিনেমা হল খুললেও ভালো ব্যবসা করতে পারেনি বহু ছবি। 'বচ্চন পাণ্ডে', 'পৃথ্বীরাজ', 'ধকড়' এবং আরও বেশ কিছু ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। যদিও মুক্তি পাওয়ার পর থেকে এখনও পর্যন্ত দুর্দান্ত ব্যবসা করেছে কার্তিক আরিয়ানের 'ভুলভুলাইয়া টু'। এই পরিস্থিতিতে মুক্তির দিনই অনলাইনে ছবি ফাঁস হওয়ার ঘটনায় আশঙ্কা প্রকাশ ট্রেড অ্যানালিস্ট থেকে নির্মাতাদের।