কলকাতা: গেরস্থালি আর একে অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের গল্প নয়, এই ধারাবাহিকের গল্পের প্রাণকেন্দ্র এক বছর আটেকের শিশু। কিন্তু বয়সে কী আসে যায়? ৮ বছর বয়সেই সে দিব্যি সাদা পাঞ্জাবি পাজামায় সেজে, চোখে চশমা পরে হাতে দাদুর লাঠি নিয়ে অনর্গল বকে চলেছে। বাবা-মা থেকে শুরু করে বাড়ির সবাই অবাক। নামটা ভারি বলে কী একটু বেশিই বোধবুদ্ধি রয়েছে এই ছেলের? ঠিক এই প্রেক্ষাপটেই ৪ তারিখ থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক, 'বোধিসত্ত্বের বোধবুদ্ধি।'


ধারাবাহিকের খুদে নায়ক বোধিসত্ত্বের ভূমিকায় দেখা যাবে রায়ান গুহনিয়োগীকে। ‘বোধিসত্ত্ব’র মায়ের ভূমিকায় রয়েছেন সোনালি চৌধুরী। বাবার চরিত্রে বিশ্বনাথ বসু। ধারাবাহিক নিয়ে কথা বলতে গিয়ে বিশ্বনাথ বলছেন, 'যখন অভিযোগ আসে যে বাংলা ছোটপর্দা বা ধারাবাহিকের গল্প বোধবুদ্ধি হারাচ্ছে, তখনই আমার কাছে 'বোধবুদ্ধি' নিয়েই এই গল্পের অফার আসে। অবাক হয়েছিলাম যে, সব বাংলা ধারাবাহিকের থেকে একেবারে উল্টোপথে হেঁটে এমন গল্পও বোনা যায়! প্রেম, হিংসা, ষড়যন্ত্র থেকে অনেকটা দূরে নিয়ে গিয়ে 'বোধিসত্ত্বের বোধবুদ্ধি' ধারাবাহিক দর্শকদের মন ভালো করে দেবে বলে আমার বিশ্বাস।' একই মন অভিনেত্রী সোনালীরও। পুরনো বন্ধুদের সঙ্গে একসঙ্গে কাজ করে পেরে খুশি তিনিও। 


আরও পড়ুন: Arshiya Mukherjee: প্রথম ধারাবাহিকের পরেই মুম্বইতে অভিনয়ের ডাক, ছোটপর্দার খুদে 'ভুতু' -কে মনে আছে?


কেবল রায়ান নয়, এই ধারাবাহিকে অভিনয় করছে একঝাঁক কচিকাঁচা। সম্প্রতি কলকাতার বুকে একটি স্কুলে এই ধারাবাহিকের ঘোষণাও করা হয়েছে সাড়ম্বরে। সেখানেই জানা গেল, বাস্তব জীবনেও বোধিসত্ত্ব মানে ছোট্ট রায়ান বেশ মিশুকে। গল্প শুনতে, গল্পের বই পড়তে খুব ভালোবাসে। সেইসঙ্গে গান আর আবৃত্তিতেও বেশ ঝরঝরে। রায়ানের ভিডিও দেখেই তাকে মনে ধরেছিল চ্যানেলের ধারাবাহিক নির্মাতদের। তারপরে রায়ানই চূড়ান্ত হয় এই ধারাবাহিকের মুখ্যভূমিকায় অভিনয় করার জন্য। 


এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে আরেক শিশুশিল্পীকেও। অয়ন্না চট্টোপাধ্যায়। সদ্য বড়পর্দায় এখটি আস্ত ছবিতে অভিনয় করে ফেলেছে অয়ন্না। নাম 'মিনি'। সেই ছবিতে অয়ন্নার সঙ্গে ছিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। মৈনাক ভৌমিকের ছবির জন্য অয়ন্না এখন তারকা। এবার তাকে দেখা যাবে ছোটপর্দায়।