মুম্বই: আজই সন্ধেবেলা ছোটবেলার বান্ধবী নাতাশা দালালের সঙ্গে বিয়ে হয়েছে বলিউড তারকা বরুণ ধবনের। এরপর সোশ্যাল মিডিয়ায় বিয়ের প্রথম ছবি পোস্ট করলেন বরুণ। মুহূর্তে ভাইরাল সেই ছবি। লাইকের সংখ্যা ইতিমধ্যেই প্রায় সাড়ে চার লক্ষে পৌঁছে গিয়েছে। সবাই নবদম্পতিকে ভবিষ্যৎ জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন।
আজ মহারাষ্ট্রের আলিবাগে একটি বিচ রিসর্টে বরুণ ও নাতাশার বিয়ে হয়েছে। সন্ধে ৬টা থেকে শুরু হয় বিয়ের অনুষ্ঠান। দুই পরিবারের আত্মীয় এবং বরুণ ও নাতাশার ঘনিষ্ঠ বন্ধুরা এই বিয়ের আসরে হাজির ছিলেন। কর্ণ জোহর, মণীশ মালহোত্র, কুণাল কোহলির মতো কয়েকজন বলিউড নক্ষত্রও এই বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন। হিন্দু রীতি মেনেই বিয়ে হয়েছে বরুণ ও নাতাশার। এবার তাঁরা মধুচন্দ্রিমায় তুরস্কে যাবেন।
বরুণের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠানে বেশ কয়েকটি হিন্দি ও পঞ্জাবি গান বাজানো হয়। তার মধ্যে সলমন খানের ছবি ‘মুঝসে শাদি করোগি’-র টাইটেল ট্র্যাকও ছিল।
বরুণ ও নাতাশার পরিবারের লোকজন বিয়ের প্রস্তুতির জন্য শুক্রবারই আলিবাগের রিসর্টে পৌঁছে যান। প্রথমে হয় ‘হলদি’ ও ‘মেহেন্দি’ অনুষ্ঠান। এরপর গতকাল সেখানে পৌঁছন বরুণ। গতকাল হয় ‘সঙ্গীত’ অনুষ্ঠান। এরপর আজ হল বিয়ে।
কিছুদিন আগে একটি চ্যাট শোয়ে করিনা কপূরের সঙ্গে কথোপকথনের সময় নাতাশার সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে খোলামেলাভাবে নানা কথা জানান বরুণ। তিনি বলেন, ‘আমি যখন ক্লাস সিক্সে পড়তাম, তখন প্রথম নাতাশাকে দেখি। আমাদের সম্পর্ক অবশ্য অনেক পড়ে শুরু হয়। আমরা ক্লাস ইলেভেন পর্যন্ত শুধু বন্ধুই ছিলাম। তবে ওকে প্রথমদিন দেখার কথা এখনও মনে আছে। আমরা তখন বাস্কেটবল কোর্টে ছিলাম। মধ্যাহ্নভোজের বিরতির সময় আমাদের খাবার খেতে দেওয়া হত। নাতাশা হেঁটে আসছিল। তখনই আমি ওকে দেখি।’
বরুণ আরও জানিয়েছেন, ‘নাতাশাকে দেখার পরেই আমি ওকে ভালবেসে ফেলি। কিন্তু আমি ওকে সে কথা জানানোর পর তিন-চারবার প্রত্যাখ্যাত হতে হয়। তবে আমি হাল ছাড়িনি।’
বরুণকে সম্প্রতি পর্দায় দেখা গিয়েছে ‘কুলি নম্বর ওয়ান’ ছবিতে। সেই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেন সারা আলি খান। এরপর কিয়ারা আডবাণীর বিপরীতে ‘যুগ যুগ জিও’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে বরুণকে। এই ছবিতে নীতু কপূর ও অনিল কপূরকেও অভিনয় করতে দেখা যাবে।
Varun - Natasha Wedding First Photo: বরুণ-নাতাশার বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় প্রথম ছবি পোস্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Jan 2021 10:47 PM (IST)
Varun-Natasha Wedding: আজই ছোটবেলার বান্ধবী নাতাশার সঙ্গে বিয়ে হয়েছে বরুণের।
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -