স্বজনপোষণ নিয়ে কঙ্গনার বক্তব্য 'সঠিক', কর্ণতো তারকা সন্তানদেরই সুযোগ দেন:বরুণ
স্বজনপোষণ নিয়ে কঙ্গনা রানাউতের মন্তব্যকে আইফা মঞ্চে কর্ণ জোহর, সেফ আলি খানকে সঙ্গে নিয়ে কটাক্ষ করেছিলেন ডেভিড ধওয়ান পুত্র বরুণ ধওয়ান
জাগরণ ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে বদলাপুর-এর অভিনেতা বলেন, স্বজনপোষণ নিয়ে কঙ্গনা যেটা বলতে চেয়েছেন সেটা কিছুটা সঠিকতো বটেই।
এমনকি তাঁরা আইফা মঞ্চে প্রকাশ্যে বলেছিলেন নেপোটিসম রকস.....
প্রসঙ্গত, কঙ্গনার অভিযোগ ছিল, পরিচালক-প্রযোজক কর্ণ জোহর ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র তারকা সন্তানদেরই সুযোগ দেন। এরপরই বরুণের প্রশ্ন তিনি সত্যিই এখনও পর্যন্ত কাদের সুযোগ দিয়েছেন বলুন? তাহলে এটা কঙ্গনার অভিযোগ কেন, সত্যি কথাইতো কঙ্গনা বলেছেন!
তারপর তিনি বলেন, কঙ্গনা একটা বিষয়ের ওপর সামান্য আলোকপাত করেছিলেন। কিন্তু অপ্রয়োজনে সেটাকে অন্যরা বিতর্কের দিকে টেনে নিয়ে গেছেন।
তবে এরসঙ্গে আরেকটি বিষয়েও উল্লেখ করতে ভোলেননি বরুণ। কর্ণ শশাঙ্ক খৈতান নামের এক নবাগত পরিচালককেও সুযোগ দিয়েছিলেন। তাঁর কিন্তু ইন্ডাস্ট্রির সঙ্গে কোনও যোগ ছিল না। শুধুমাত্র শশাঙ্কের চিত্রনাট্য কর্ণের ভাল লেগেছিল, তাই সুযোগ দেওয়া হয়েছিল।
তাই কঙ্গনা যে বলেছেন সেটা কিছুটা সত্যি, তবে পুরোটা নয়।
কিন্তু কয়েক মাসের মধ্যেই উলাটপুরাণ। বরুণ সাম্প্রতিক এক সাক্ষাত্কারে বলেছেন, স্বজনপোষণ নিয়ে কঙ্গনার বক্তব্য কিছুটা হলেও সঠিক।
এমন আরও অনেক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন, যাঁদের ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে পারিবারিক যোগাযোগ না থাকলেও কর্ণ সুযোগ দিয়েছেন