মুম্বই: 'জুড়ুয়া-টু' মুক্তির জন্যে তৈরি। এখনও পর্যন্ত বরুণের মোট আটটি ছবি মুক্তি পেয়েছে। বক্স অফিসে সাফল্যের বিচারে বরুণ ধওয়ানের আটটি ছবিই সফল। এবার ন নম্বর ছবিটি পর্দায় আসছে, যেটি আসলে 'জুড়ুয়া'র সিকুয়েল। কিন্তু এই ছবি দিয়ে দর্শক মনে দাগ কাটা কঠিন বলে মনে করে বরুণ। কারণ, প্রত্যেক সময়ই 'জুড়ুয়া'র সঙ্গে 'জুড়ুয়া-টু'র তুলনা করা হবে। এপ্রসঙ্গে বরুণের বাবা ডেভিড ধওয়ান ছেলেকে বলেছিলেন, তোমার অভিনয় তখনই স্বার্থক হবে, যখন তুমি সলমনকে একটু হলেও ছুঁতে পারবে। ছবিতে বরুণের সঙ্গে অভিনয় করেছেন তাপস্বী পান্নু এবং জ্যাকলিন ফার্নান্ডেজ।
'জুড়ুয়া' ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৭-এ। ছবিতে 'প্রেম' এবং 'রাজা' দুটি চরিত্রেই অভিনয় করেছিল সলমন খান। 'জুড়ুয়া-টু'তে সেই দুই চরিত্রে রয়েছেন বরুণ। ছবির সময় ভাইজান নাকি বরুণকে একটা ছোট্ট চ্যালেঞ্জ করেছিল। ছবি হিট করবে, যদি ওর ভক্তদের হৃদয় বরুণ জিতে নিতে পারেন। তাই অভিনয় দিয়ে সেই চেষ্টাই করেছেন বরুণ। এদিকে বাবার সঙ্গে তাঁর ফের কাজ করার অভিজ্ঞতাও যে দারুন সেকথাও শেয়ার করতে ভোলেননি বরুণ। বাবা কীভাবে সেই পুরনো ম্যাজিক রিক্রিয়েট করেছেন, সেটাই দেখা যাবে 'জুড়ুয়া টু'তে, দাবি জুনিয়র ধওয়ানের।
সলমন আমাকে চ্যালেঞ্জ করেছিল, ওর ভক্তদের হৃদয় জিতে আমাকে দেখাতে হবে 'জুড়ুয়া টু'তে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Sep 2017 03:41 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -