ইনদওর: ভারতের দুই পেসার জসপ্রীত বুমরাহ ও ভুবনেশ্বর কুমারকেই বর্তমানে বিশ্বের সেরা ডেথ বোলার বলে অভিহিত করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। গতকাল ভারতের বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে হারের পর স্মিথ বলেছেন, ‘আমার মনে হয় দলের অনেকেই ভুল বলে ভুল সিদ্ধান্ত নিচ্ছে। সেইসঙ্গে ভারতের বোলিংও দারুণ হচ্ছে। আমার মতে, এখন বুমরাহ ও ভুবি সেরা ডেথ বোলার। বিশেষ করে যে উইকেট মন্থর, সেখানে ওরাই সেরা।’


চিপক, ইডেনের পর হোলকারেও ম্যাচ হেরে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুইয়েছে অস্ট্রেলিয়া। বাকি দু’টি ম্যাচ নেহাতই নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। স্মিথ স্বীকার করেছেন, এই পরিস্থিতিতে দলকে অনুপ্রাণিত করা কঠিন। তিনি আরও বলেছেন, ম্যাচের শুরুটা ভাল করেও হেরে যাওয়া যেন তাঁদের দলের কাছে নিয়ম হয়ে গিয়েছে। গতকালের হারের বিষয়ে স্মিথ বলেছেন, ‘প্রথম ৩৮ ওভার আমরা দারুণ খেলেছি। কিন্তু শেষপর্যন্ত আর সেই খেলা ধরে রাখতে পারিনি। গত ১৫টি ম্যাচের মধ্যে ১৩টিতেই আমরা হেরে গিয়েছি। দু’টি ম্যাচের কোনও ফল হয়নি। এই রেকর্ড অস্ট্রেলিয়ার ক্রিকেটের পক্ষে অত্যন্ত সাধারণ। আমাদের ঘুরে দাঁড়াতে হবে, জিততে হবে।’