মুম্বই: ফিল্ম ইন্ডাস্ট্রিরই বেশ কয়েক জন বন্ধু তাঁকে সারা আলি খানের সঙ্গে কাজ করতে বারণ করেছিলেন। তাঁর আগামী ছবি কুলি নম্বর ওয়ান মুক্তি পাওয়ার আগে কপিল শর্মার শোয়ে এসে এমনটাই জানালেন বরুণ ধবন। কারা তাঁকে বারণ করেছিলেন, সেই নামগুলো ভীষণই চাঞ্চল্যকর। তাঁরা সকলেই সেলিব্রিটি অভিনেতা এই প্রজন্মের- আয়ুষ্মান খুরানা, ভিকি কৌশল এবং কার্তিক আরিয়ান। বরুণের এমন কথা লোকে প্রথমে সিরিয়াস মুডে শুনতে শুরু করলেও পরে বুঝতে পারেন যে নিছক মজা করার জন্য, অভিনেত্রীকে রাগানোর জন্য এমন করছেন বরুণ। শোয়ে সারাকে দেখিয়ে বরুণ বলেন, ‘ইনকে সাথ কাম কর রাহা থা তো মুঝে আয়ুষ্মান খুরানা, ভিকি কৌশল, সবনে মেসেজ কিয়া থা।‘
সারা সঙ্গে সঙ্গে জানতে চান যে তারা মেসেজে কী বলেছে! বরুণের উত্তর, ওরা বলেছে ‘বাচকে রহেনা।‘
প্রসঙ্গত, অভিষেক কপূর পরিচালিত ‘কেদারনাথ’ ছবির দিয়ে হিন্দি ছবির জগতে প্রবেশ করেন সারা । তাঁর বিপরীতে ছিলেন প্রয়াত সুশান্ত সিং রাজপুত।
এবার ডেভিড ধাওয়ানের পরিচালিত ছবিতে কাজ করছেন সারা। ১৯৯৫ সালের সুপারহিট ছবি ‘কুলি নাম্বার ওয়ান’-এর রিমেক তৈরি হচ্ছে। মূল ছবিতে অভিনয় করেছিলেন গোবিন্দা আর করিশমা কপূর। ছবিটির রিমেকেও থাকছেন পরেশ রাওয়াল, জাভেদ জাফরি, রচপাল যাদব, জনি লিভার প্রমুখ অভিনেতা। ক্রিসমাসে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন-এ মুক্তি পাবে ‘কুলি নাম্বার ওয়ান’।
বচকে রহেনা! সারা-র থেকে সাবধানে থাকতে বরুণকে পরামর্শ দিয়েছিলেন কারা?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Dec 2020 04:01 PM (IST)
শোয়ে সারাকে দেখিয়ে বরুণ বলেন, ‘ইনকে সাথ কাম কর রাহা থা তো মুঝে আয়ুষ্মান খুরানা, ভিকি কৌশল, সবনে মেসেজ কিয়া থা।‘
সারা সঙ্গে সঙ্গে জানতে চান যে তারা মেসেজে কী বলেছে! বরুণের উত্তর, ওরা বলেছে ‘বাচকে রহেনা।‘
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -