বরুণ জানিয়েছেন, ১৯৯৫ সালে মাধুরীর সঙ্গে তাঁর প্রথম দেখা হয়, যখন তিনি ও ঋষি কপূর ‘ইয়ারানা’-র শ্যুটিং করছিলেন। পরিচালনায় ছিলেন ঋষি কপূর। শ্যুটিং চলছিল সুইজারল্যান্ডে, শ্যুটিং স্পটে পৌঁছতে দীর্ঘ সময় বাসযাত্রা করতে হত। বাসের মধ্যে নাচ গান হত খুব। সে সময় মাধুরীর সঙ্গে প্রচুর নাচেন তিনি।
৯০-এর দশকে ‘থানেদার’ ছবিতে সঞ্জয় দত্ত-মাধুরী দীক্ষিত নাচেন তম্মা তম্মার সুরে। এবার সেই গানটিরই রিমেক হয়েছে ‘বদ্রীনাথ কি দুলহনিয়া’-য়। তবে পাল্টে গিয়েছে পাত্রপাত্রী, সঞ্জয়-মাধুরীর জায়গায় এসেছেন বরুণ আর আলিয়া।
জানা গিয়েছে, বরুণ-আলিয়ার নাচে খুশি সঞ্জয়-মাধুরী। তাঁরা এই নতুন প্রজন্মের নায়কনায়িকার নাচের প্রশংসা করেছেন।
দেখে নেওয়া যাক, নতুন যুগের তম্মা তম্মা