ছোটবেলায় মাধুরীর সঙ্গে বাসে নেচেছিলেন, জানালেন বরুণ ধবন
ABP Ananda, Web Desk | 12 Feb 2017 12:07 PM (IST)
মুম্বই: ‘বদ্রীনাথ কি দুলহনিয়া’ ছবিতে মাধুরী দীক্ষিতের সুপারহিট তম্মা তম্মায় নাচ করছেন বরুণ ধবন ও আলিয়া ভট্ট। কিন্তু বরুণ জানাচ্ছেন, এই প্রথম নয়, আগেও মাধুরীর সঙ্গে নাচের সৌভাগ্য হয়েছে তাঁর। বহুদিন আগে মাধুরী যখন বরুণের বাবা পরিচালক ডেভিড ধবনের সঙ্গে ছবি করছিলেন, তখন একবার তাঁর সঙ্গে নাচের সুযোগ পান তিনি। বরুণ জানিয়েছেন, ১৯৯৫ সালে মাধুরীর সঙ্গে তাঁর প্রথম দেখা হয়, যখন তিনি ও ঋষি কপূর ‘ইয়ারানা’-র শ্যুটিং করছিলেন। পরিচালনায় ছিলেন ঋষি কপূর। শ্যুটিং চলছিল সুইজারল্যান্ডে, শ্যুটিং স্পটে পৌঁছতে দীর্ঘ সময় বাসযাত্রা করতে হত। বাসের মধ্যে নাচ গান হত খুব। সে সময় মাধুরীর সঙ্গে প্রচুর নাচেন তিনি। ৯০-এর দশকে ‘থানেদার’ ছবিতে সঞ্জয় দত্ত-মাধুরী দীক্ষিত নাচেন তম্মা তম্মার সুরে। এবার সেই গানটিরই রিমেক হয়েছে ‘বদ্রীনাথ কি দুলহনিয়া’-য়। তবে পাল্টে গিয়েছে পাত্রপাত্রী, সঞ্জয়-মাধুরীর জায়গায় এসেছেন বরুণ আর আলিয়া। জানা গিয়েছে, বরুণ-আলিয়ার নাচে খুশি সঞ্জয়-মাধুরী। তাঁরা এই নতুন প্রজন্মের নায়কনায়িকার নাচের প্রশংসা করেছেন। দেখে নেওয়া যাক, নতুন যুগের তম্মা তম্মা