নয়ের দশকে মুক্তি পাওয়া এই ছবিটি সেসময়ে খুব জনপ্রিয় হয়েছিল। রিমেক ছবিটি পরিচালনা করছেন ডেভিড, প্রযোজনা করছেন বসু ভাগনানি। ‘কুলি নম্বর ওয়ান’ ছবিটির সঙ্গেও যুক্ত ছিলেন বসু।
‘যুদাই ২’ ছবির পর এটা বরুণ ও ডেভিডের দ্বিতীয় যুগলবন্দী।
সম্প্রতি ‘কলঙ্ক’ ছবিতে অভিনয় করেছেন বরুণ আর ‘সিম্বা’-তে দেখা গেছে সারা আলি খানকে।