মুম্বই: কেরিয়ারে নানারকম পর্যায় দিয়ে গিয়েছেন বরুণ ধবন (Varun Dhawan)। একসময়ে তাঁর আত্মপ্রকাশ হয়েছিল 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এর মতো ছবি দিয়ে। তারপর করোনা পরিস্থিতি তিনি দেখেছেন। অতিমারি পরিস্থিতির পরবর্তী সময়টাও দেখছেন। কীভাবে দর্শকদের চাহিদা বদলেছে, কীভাবে প্রযোজকদের চাহিদা বদলেছে, তাও দেখেছে এই ইন্ডাস্ট্রি। কেরিয়ার প্রসঙ্গে নিজের মতামত দিলেন বরুণ ধবন।
কেরিয়ার এবং পারিশ্রমিক প্রসঙ্গে বরুণ ধবন-
সম্প্রতি এক সাক্ষাৎকারে বরুণ ধবন বলেন, 'যখন লকডাউনের মতো পরিস্থিতি সামনে এলো, তখন সব রাস্তা যেন বন্ধ হয়ে গিয়েছিল। আমার উপর দিয়েও ঝড় বয়ে গিয়েছে। তবে, আমি অনুভব করেছিলাম যে, আমাকে ছবি করতে হবে। কিন্তু যে ছবি করে আমি নিজে তৃপ্ত থাকব, তেমন ছবিই করব। শুধু আমার হাতে অঢেল সময় রয়েছে বলেই আমাকে ছবিতে সই করতে হবে, এমন নয়। তাই আমি 'যুগ যুগ জিও'র মতো ছবিতে সই করতে অনেকটা সময় নিয়েছি। তারপর একে একে 'ভেড়িয়া' এবং 'বাওয়াল'-এর মতো ছবিতে সই করেছি। তাই ২০২২ সাল আমার কাছে অত্যন্ত আত্মতৃপ্তির বছর। এই ছবিগুলির মতো ছবি করতে পেরে আমি খুশি।'
আরও পড়ুন - Avatar 2 Box Office collection: প্রত্যাশা ছিল আকাশছোঁয়া, প্রথমদিন কত টাকার ব্যবসা করল 'অবতার ২'?
চলতি বছর বলিউডে লক্ষ্মী আসতে অনেক সময় নিয়েছে। আবার যখন কোনও ছবি সাফল্য পেতে শুরু করেছে, বক্স অফিসে কার্যত ঝড় তুলেছে। সেই প্রসঙ্গে বরুণ ধবন আরও বলেন, 'এটা খুবই অদ্ভূত একটা বছর। আমরা অনেক চেষ্টা করে গিয়েছি প্রেক্ষাগৃহে দর্শকদের ফেরানোর জন্য। 'ভেড়িয়া ' যা ব্যবসা করেছে, তার থেকে বেশিই আমার প্রত্যাশা ছিল। তারপরও আমি খুবই কৃতজ্ঞ যে ছবিটা মানুষ সিনেমা হলে গিয়ে দেখেছে। '
গত ১০ বছরে 'বদলাপুর','অক্টোবর'-এর মতো ছবিতে অভিনয় করেছেন বরুণ ধবন। ভিন্ন ভিন্ন ধরনের ছবিতে দেখা গিয়েছে তাঁকে। অভিনেতা জানালেন, নানা ধরনের ছবিতে অভিনয় করতে তিনি পছন্দ করেন। তিনি বলছেন, 'সত্যি কথা বলতে কি, যখন এই সমস্ত ছবি করতে গিয়ে, আমাকে পারিশ্রমিক কমাতে হয়েছে, তা আমায় কোনও সমস্যায় ফেলেনি। কারণ, একজন শিল্পীর কাছে ছবির গুণগত মানটাই আসল। আমাদের যেমন ভালো ছবি করার একটা খিদে থাকে, তেমনই ভাবতে হয় প্রযোজকদের কথাও। তাঁরাও যাতে আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত না হন, সেদিকে দেখতে হয়।'