মুম্বই: যুগ যুগ ধরে বলিউড তারকারা অনুরাগীদের ভালবাসা পেয়ে এসেছেন। তবে, এমনও হয়, এমনও অনেক ভক্ত আছেন, যাঁরা এমন কিছু কাণ্ড ঘটান, যা তারকাদের ধারনার বাইরে। এমনই একটি ঘটনা ঘটল বরুণ ধবনের সঙ্গে।
সম্প্রতি, অভিনেতার বাড়ির সামনে প্রায় ঘাঁটি গেড়ে বসেছে এক কিশোরী। জানা গিয়েছে, সুরাত থেকে ট্রেনে চেপে সে মুম্বই আসে। সোজা চলে যায় অভিনেতার অ্যাপার্টমেন্টে। নিরাপত্তারক্ষীরা তাকে চলে যেতে বলে।
কিশোরীর দাবি ছিল, তার একটা বার্তা অভিনেতার কাছে পৌঁছে দিতে হবে। কিন্তু, যখন সে জানতে পারে, নিরাপত্তারক্ষীরা তা করেনি, সে ঝামেলা জুড়ে দেয়। পুলিশ এসে জানতে পারে, কিশোরীর বাড়ির লোক সুরাতে তার নামে নিখোঁজ ডায়েরি করেছে।
কিশোরীকে উদ্ধার করে নিয়ে যেতে চাইলে, সে জানিয়ে দেয়, বরুণের সঙ্গে দেখা না করে সে নড়বে না। জানা গিয়েছে, একেবারে পাক্কা দু-দিন অভিনেতার বাড়ির সামনে বসেছিল ওই কিশোরী।
অগত্যা খবর পৌঁছয় বরুণের কাছে। মুম্বই পুলিশ সূত্রে খবর, অভিনেতা ওই কিশোরীর সঙ্গে দেখা করে তাকে বোঝান, ওর এই বাড়ি থেকে পালিয়ে আসার জন্য কী ঘটেছে।