গতকাল পিঠে ব্যথা নিয়েও ৪৪ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলেন ধোনি। তিনি দলকে জেতাতে না পারলেও, সবার মন জয় করেছেন। ব্যথা কমানোর জন্য পিঠে মালিশ করানোর পাশাপাশি কয়েকটি ওষুধও খেতে হয় ধোনিকে। তারপরেও খেলা চালিয়ে যান তিনি। চেন্নাইয়ের অধিনায়ক বুঝিয়ে দিয়েছেন, তিনি এখনও সেরা ক্রিকেটারদের একজন। ভিডিওতে দেখুন, আইপিএল ম্যাচ চলাকালীন ধোনিকে আলিঙ্গন করতে চাইছে মেয়ে জিভা
Web Desk, ABP Ananda | 16 Apr 2018 05:24 PM (IST)
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
নয়াদিল্লি: গতকাল কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ব্যাট হাতে যখন ২২ গজে ঝড় তুলছিলেন চেন্নাই সুপারকিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি, তখন মাঠের বাইরে তাঁর মেয়ে জিভাও আনন্দে মশগুল ছিল। মা সাক্ষীর সঙ্গে বাবার খেলা দেখতে গিয়েছিল জিভা। বাবা যখন একের পর এক দুর্দান্ত শট খেলছিলেন, তখন সে খুশিতে লাফাচ্ছিল। বাবাকে আলিঙ্গনও করতে চাইছিল জিভা। ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করেছেন ধোনি।