বরুণ ধবনের সামনে হাঁটু মুড়ে বসে প্রোপোজ, চুম্বনেরও আবদার তরুণী অনুরাগীর!
রবিবার এভাবেই বিমানবন্দরে অনুরাগীদের সেলফির আবদার পূরণ করেছেন বরুণ। সব ছবি:মানব মঙ্গলানি
বিমানবন্দরে তাঁর কাছে পৌঁছে যান অনুরাগীরা।
বিমানবন্দরে এক খুদে অনুরাগীর সঙ্গে বরুণ।
অনুরাগীদের সঙ্গে যথেষ্ট সৌজন্যতা বজায় রেখে চলেন তিনি।
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা বরুণ।
আর বরুণ সেই আবদার ফেরালেন না। তিনি ওই তরুণীর মাথায় চুম্বন করলেন। এতে ওই অনুরাগী ব্যাপক খুশি হন।
এরপর তিনি বরুণকে তাঁর গাল দেখিয়ে চুম্বনের আবদার করলেন।
তিনি বরুণের গালে চুম্বনও করেন। কিন্তু তারপর তাঁর আরও আবদার ছিল।
এভাবেই বরুণকে টেনে চুম্বনের চেষ্টা করলেন ওই তরুণী।
তবে ব্যাপারটি এখানেই শেষ হয়নি। ছবির জন্য বরুণ যখন ওই তরুণীর সঙ্গে পোজ দিচ্ছিলেন, সেই সময় ওই তরুণী বরুণের মাথা টেনে চুম্বনের চেষ্টা করেন।
ওই তরুণীকে বরুণ উঠে দাঁড়ানোর আর্জি জানান। এরইমধ্যে আলোকচিত্রীদের ক্যামেরায় ফ্রেমবন্দি হয়ে যায় ওই ঘটনা।
এরইমধ্যে ছিলেন এক মহিলা অনুরাগীরা। আচমকাই হাঁটু মুড়ে বসে তাঁর প্রিয় তারকার হাতে ফুলের স্তবক তুলে দিয়ে প্রোপোজ করে বসলেন তিনি। এতে কিছুটা অবাক হয়ে যান বরুণ।
ছোট থেকে বড়, সবাই 'কলঙ্ক' সিনেমার তারকার সঙ্গে সেলফি তুলতে চাইছিলেন। কাউকে হতাশ করেননি বরুণ ধবন। সবার সঙ্গেই সেলফি তোলেন তিনি।
লন্ডনে ‘স্ট্রিট ড্যান্সার’ সিনেমার শ্যুটিংয়ের পর উইকএন্ডে দেশে ফিরেছেন বরুণ ধবন। আর বিমানবন্দরে নেমেই অনুরাগীদের ভিড় ঘিরে ধরল তাঁকে।