মুম্বই: চির ঘুমের দেশে বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি (Arun Bali)। ৭৯ বছর বয়েসে প্রয়াত হলেন বলিউডের এই দক্ষ অভিনেতা। জীবনকালে একের পর এক ছবিতে নানা চরিত্রে মন ছুঁয়ে গিয়েছেন তিনি সবার। 'রাজু বনগয়া জেন্টেলম্যান' থেকে শুরু করে সদ্য মুক্তি পাওয়া 'লাল সিং চাড্ডা' হিন্দি ছবিতেও তাঁর উপস্থিতি মন রাঙিয়েছে সবার। দীর্ঘ সময় টেলিভিশনেও কাজ করেছেন। ১৯৪২ সালে ২৩ ডিসেম্বর মাসে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর এবার জন্মমাসের ঠিক আগেই অরুণ বালি নিলেন চিরবিদায়।






'রাজু বনগয়া জেন্টেলম্যান' থেকে শুরু করে সদ্য মুক্তি পাওয়া 'লাল সিং চাড্ডা' হিন্দি ছবিতেও অরুণ বালির উপস্থিতি


জানা গিয়েছে, গত কয়েকমাস ধরেই অসুস্থ ছিলেন বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি। স্নায়বিক রোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন তিনি। বাইশ সালের শুরুতেই জানুয়ারি মাসে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি বার্ধক্য জনিত সমস্যা কারণে চিকিৎসায় সাড়া দিতে অসুবিধা হচ্ছিল তাঁর। আর এবার ৭৯ বছর বয়েসে এদিন ভোর চারটে নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনকালে দূরদর্শনে একের পর এক কাজ করেছেন। যেমন ফির ওহি তালাশ, দিল দরিয়া, আহাট, স্বভিমান,দস্তুর, দেবও কা দেব..মহাদেব। পাশাপাশি ১৯৯১ সালে সৌগন্ধ থেকে রাজু বনগয়া জেন্টেলম্যান, খলনায়ক, সব সে বড়া খিলাড়ি, বরফি, কেদারনাথ এবং  সদ্য মুক্তি পাওয়া ফরেস্ট গাম্পের অনুসরণে আমির খানের 'লাল সিং চাড্ডা' হিন্দি ছবিতে  তাঁকে দেখা গিয়েছিল। 


আরও পড়ুন, টলি থেকে বলি, বিনোদন দুনিয়ার আজকের সেরা খবরগুলি এক ঝলকে


চির ঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি


প্রসঙ্গত, একুশ থেকে বাইশের মাঝে একাধিক নক্ষত্র পতন হয়েছে ভারতীয় সিনেমা জগতে। প্রয়াত হয়েছেন বাপি লাহিড়ি, লতা মঙ্গেশকর, পণ্ডিত বীরজু মহারাজ, সন্ধ্যা মুখোপাধ্যায়, কেকে, পণ্ডিত শিব কুমার শর্মা। স্বাভাবিকভাবেই একের পর এক জনপ্রিয় এই সৃষ্টিশীল শিল্পী বিয়োগে শোকস্তব্ধ সারা দেশ। আর এবার নতুন করে চির ঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি।