নয়াদিল্লি: বড়দিনের সকালে যখন উৎসব মুখর মানুষ, তখনই দুঃসংবাদ এলো। তেলুগু ছবির বর্ষীয়ান অভিনেতা ছালাপতি রাও (Chalapathi Rao) প্রয়াত হয়েছেন। রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত (Chalapathi Rao Passes Away) হয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। প্রায় ৬০০-রও বেশি ছবিতে অভিনয় করেছেন। তাঁকে বহুবার দেখা গিয়েছে কমিক চরিত্রেও।


প্রয়াত তেলুগু অভিনেতা ছালাপতি রাও-


জানা গিয়েছে, রবিবার সকালে বানজারা হিলসের এমএলএ কলোনিতে পুত্র রবি বাবুর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা ছালাপতি রাও। সূত্রের খবর, এদিন তিনি হৃদরোগে আক্রান্ত হন। কার্ডিয়াক অ্যারেস্টের কারণেই মৃত্যু হয় তাঁর।



গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে কেরিয়ার ছালাপতি রাওয়ের। কমিক চরিত্র এবং খলনায়ক রূপে দর্শকদের মন জিতেছেন তিনি। বর্ষীয়ান অভিনেতা ছালাপতি রাও রেখে গেলেন দুই কন্যা এবং এক পুত্রকে। তাঁর পুত্র রবি বাবুও একজন অভিনেতা এবং ছবি নির্মাতা।


আরও পড়ুন - Tunisha Sharma Death: বলি অভিনেত্রীর আত্মহত্যায় গ্রেফতার সহ-অভিনেতা


দক্ষিণী ছবির জগতের বড় ক্ষতি হয়ে গেল ছালাপতি রাওয়ের মৃত্যুতে। গত তিনদিনে এই নিয়ে দুজন অভিনেতার প্রয়াণ হল। এর আগে গত ২৩ ডিসেম্বর প্রয়াত হন বর্ষীয়ান অভিনেতা কালিকা সত্যনারায়ণ। সেই শোক কাটতে না কাটতেই ফের দুঃসংবাদ। শোকের ছায়া নেমেছে বিনোদন মহলে। নেট দুনিয়ায় শোকপ্রকাশ করছেন নেটিজেনরা।



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">