মুম্বই: পেটে সংক্রমণের কারণে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা ধর্মেন্দ্র। মঙ্গলবার বিকেলে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে, অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা চলছে তাঁর। জানা গেছে, পেটে সংক্রমণের পাশাপাশি, তাঁর ডায়রিয়া হয়েছে, সঙ্গে পেটে ব্যথা আর বমি। জ্বরেও ভুগছেন এই বর্ষীয়াণ অভিনেতা।
তবে হাসপাতাল জানিয়েছে, এখন ভাল আছেন ধর্মেন্দ্র। ওষুধে সাড়া দিচ্ছেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। ২-১ দিনের মধ্যেই ছেড়ে দেওয়া হবে তাঁকে।
ধর্মেন্দ্রর বড় ছেলে সানি দেওল টুইটারে তাঁর বাবার শারীরিক অবস্থার কথা জানিয়েছেন


ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনীও টুইট করেছেন এ ব্যাপারে


এ মাসের শুরুতে ৮১ বছরে পা দিয়েছেন এই বর্ষীয়াণ অভিনেতা।