মুম্বই : ফের শোকের ছায়া বলিউডে। প্রয়াত জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ। তাঁর 'সারাভাই ভর্সেস সারাভাই', 'যানে ভি দো ইয়ারো' ও 'ম্যায় হুঁ না'-তে অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছিল। কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন বছর ৭৪-এর এই অভিনেতা। এদিন দুপুর আড়াইটে নাগাদ মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বেশ কয়েকদিন ধরেই কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা। সম্প্রতি ট্রান্সপ্লান্টও হয় তাঁর। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে পরিবার, সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর। রবিবার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।
চার দশকের বেশি সময়ের কেরিয়ার সতীশ শাহর। একাধিক সিনেমা ও টিভি সিরিয়ালে অভিনয় দক্ষতার জোরে ঘরে ঘরে পরিচিত নাম হয়ে উঠেছিলেন তিনি। ১৯৮৩ সালে 'যানে ভি দো ইয়ারো'-তে তাঁর পারফরম্যান্স সাড়া ফেলে দিয়েছিল। যেখানে তিনি নিখুঁত দক্ষতায় একাধিক চরিত্রে অভিনয় করেন। কেরিয়ারজুড়ে একাধিক হিট সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। হম সাথ সাথ হ্যায়, ম্যায় হুঁ না, কল হো না হো, কভি হাঁ কভি না, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, ওম শান্তি ওম-এর মতো বলিউডের একাধিক সুপার-ডুপার হিট ছবিতে অভিনয় করেছেন তিনি।
১৯৫১ সালের ২৫ জুন তৎকালীন বম্বেতে জন্ম। গুজরাতি পরিবারে বেড়ে ওঠা। ১৯৭৮ সালে 'অরবিন্দ দেশাই কি আজিব দস্তা'-তে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন সতীশ শাহ। ১৯৮৪ সালে টেলিভিশনে তাঁর 'ইয়ে জো হ্যায় জিন্দেগি'-তেও তাঁর অভিনয় সাড়া ফেলেছিল। ৫৫টি পর্বেই নজর কাড়েন তিনি।
দিনকয়েক আগেই শোকের খবর আসে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। দীপাবলির দিনে প্রয়াত হন বলিউডের জনপ্রিয় অভিনেতা আসরানি (Asrani)। মৃত্যুকালে অভিনতার বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘদিন ধরেই বয়োসজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। বলিউডের কমেডি সিনেমায় আসরানির অবদান ভোলবার নয়। বুদ্ধিদীপ্ত কথা, অনবদ্য সংলাপ বলার ভঙ্গিমায় তিনি মানুষকে হাসাতে পারতেন অবলীলায়। দীর্ঘদিন ধরে হিন্দি সিনেমায় একের পর এক তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে ফেলেছিলেন আসরানি।