নয়াদিল্লি: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ নাট্যব্যক্তিত্ব শ্রীরাম লাগু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। পুণের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ভর্তি ছিলেন তিনি।
শ্রীরাম লাগুর মৃত্যু মারাঠি নাট্য জগতে নিঃসন্দেহে নক্ষত্রপতন। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র ও থিয়েটার জগতে নেমে এসেছে শোকের ছায়া। কিংবদন্তী অভিনেতার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছেন অভিনয়জগতের অনেকেই।
শুধু মারাঠি নাটক বা ছবি নয়, শ্রীরাম লাগু হিন্দি চলচ্চিত্র জগতেরও এক উজ্জ্বল নাম। একশরও বেশ হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভাল অভিনয়ের স্বাক্ষর রেখেছেন গুজরাতি নাটকেও। মারাঠি নাটক 'নটসম্রাট'-এ তাঁর চরিত্র বিশেষভাবে প্রশংসিত। 'গাঁধী' ছবিতে গোপাল কৃষ্ণ গাঁধীর ভূমিকায় অভিনয় করেছিলেন শ্রীরাম লাগু।
অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর।


তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ঋষি কপূর। ট্যুইটে তাঁকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি ঋষির আফশোস, গত ২৫-৩০ বছরে একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি।



সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন বলিউডের আরও অনেকেই।