মুম্বই: বর্ষীয়ান অভিনেত্রী তনুজা ভর্তি হাসপাতালে (Tanuja Hospitalised)। বলিউড সুপারস্টার কাজলের (Kajol) মা, অজয় দেবগণের (Ajay Devgn) শাশুড়ি, প্রবীণ শিল্পী তনুজাকে রবিবার সন্ধ্যায় মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, ৮০ বছর বয়সী অভিনেত্রীকে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ভর্তি করা হয়েছে হাসপাতালে। জুহুর ওই হাসপাতালে ICU-তে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, 'অভিনেত্রীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তিনি ভাল হয়ে উঠছেন। চিন্তার কোনও কারণ নেই।'


হাসপাতালে তনুজা, কী বলছেন চিকিৎসকেরা?


চিত্র পরিচালক কুমারসেন সমর্থ ও অভিনেত্রী শোভনা সমর্থের মেয়ে তনুজা কাজ করেছেন অজস্র হিন্দি ও বাংলা ছবিতে। তিনি বিয়ে করেন পরিচালক সোমু মুখোপাধ্যায়কে। তাঁদের দুই কন্যা, কাজল ও তানিশা। ৮০ বছর বয়সী তনুজার বার্ধক্যজনিত সমস্যা দেখা দেয় হঠাৎ। হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তবে ডাক্তারদের কথায়, চিন্তার বিশেষ কোনও কারণ নেই।


বড় দিদির সঙ্গে ১৯৫০ সালে 'হামারি বাড়ি' ছবিতে শিশুশিল্পী হিসেবে কর্মজীবন শুরু করেন তনুজা। সিনেমার নায়িকা হিসেবে তাঁর প্রথম ছবি ১৯৬১ সালের 'হমারি ইয়াদ আয়েগি'। এরপর ১৯৬৬ সালে 'বাহারেঁ ফির ভি আয়েঙ্গি', ১৯৬৯ সালে 'জ্যুয়েল থিফ', ১৯৬৯ সালের 'পয়সা ইয়ে পেয়ার', ১৯৭১ সালে 'হাতি মেরে সাথি', ১৯৭২ সালে 'মেরে জীবন সাথী'র মতো একের পর এক ছবিতে অভিনয় করতে থাকেন।


এছাড়া একাধিক বাংলা ছবিতে তিনি কাজ করেন, তার মধ্যে ১৯৬৩ সালের 'দেয়া নেয়া', ১৯৬৭ সালের 'অ্যান্টনি ফিরিঙ্গি', ১৯৬৯ সালের 'তিন ভুবনের পাড়ে', ১৯৭০ সালের 'রাজকুমারী' ছবি উল্লেখযোগ্য।


 






আরও পড়ুন: 'Dunki' gets Standing Ovation: সেন্সর বোর্ডের বিশেষ স্ক্রিনিংয়ে 'Standing Ovation' পেল শাহরুখের 'ডাঙ্কি'


উল্লেখ্য দিন কয়েক আগে হঠাৎই শ্যুটিং সেরে ফিরে হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা শ্রেয়স তলপড়ে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যান তাঁর স্ত্রী। সেখানেই চিকিৎসা চলে তাঁর। আপাতত ভাল আছেন অভিনেতা, সাড়া দিচ্ছেন চিকিৎসায়। 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' ছবির শ্যুটিং সেরে ফিরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেতা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।