নয়াদিল্লি: ২০২৩ সালে একের পর এক ছক্কা। প্রথমে ২৫ জানুয়ারি, প্রায় ৪ বছরের বিরতির পর বড়পর্দায় ফেরেন শাহরুখ খান (Shah Rukh Khan)। 'পাঠান' (Pathaan) ছবির হাত ধরে সেই দুর্দান্ত 'কামব্যাক' তুলে ধরেছিল বলিউডের বক্স অফিসের হাল। এরপর ৭ সেপ্টেম্বর। মুক্তি পেল এই বছরে তাঁর দ্বিতীয় ছবি, 'জওয়ান' (Jawan)। নিজের ছবির রেকর্ড নিজেই ভাঙেন কিং খান (King Khan)। প্রমাণ করেন এখনও বলিউডের বাদশাহ্ তিনিই। এবার তৃতীয় ছবির অপেক্ষার অবসান হতে চলেছে আর কিছুদিনের মধ্যেই। আর মাত্র ৫ দিন। ২১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে ফের হাজির হবেন কিং খান। রাজু হিরানির (Rajkumar Hirani) পরিচালনায় মুক্তি পাবে 'ডাঙ্কি' (Dunki)। তবে দর্শকের সামনে আসার আগেই, সেন্সর বোর্ডের তরফে বিশেষ সম্মান পেল এই ছবি। শাহরুখ-তাপসী-ভিকির ছবি পেল 'স্ট্যান্ডিং ওভেশন' (Standing Ovation)। 


সেন্সর বোর্ডের তরফে বিশেষ সম্মান পেল 'ডাঙ্কি'


আগামী সপ্তাহে মুক্তি পাবে 'ডাঙ্কি'। তার আগে সেন্সর বোর্ড কমিটির সদস্যদের জন্য ছবির বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন 'ডাঙ্কি' নির্মাতারা। দুবাই, সংযুক্ত আরব আমিরশাহীর সেন্সর বোর্ড স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয় 'ভক্স সিনেমাস'-এ। সেখানে অগ্রিম বুকিংয়ে যেমন দুর্দান্ত সাড়া পেয়েছে এই ছবি, তেমনই এই বিশেষ স্ক্রিনিংয়ের পর সেন্সর বোর্ডের সদস্যরা উঠে দাঁড়িয়ে অভিবাদন, সম্মান জানিয়েছেন। রাজু হিরানির ছবি পেয়েছে 'স্ট্যান্ডিং ওভেশন'। 


 






দিন দুই আগে, এই প্রেক্ষাগৃহের তরফে, তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই পোস্ট করা হয় যে 'শাহরুখ খানের 'ডাঙ্কি' পেল স্ট্যান্ডিং ওভেশন তার সেন্সর বোর্ড স্ক্রিনিংয়ে।' এই ছবি নিয়ে ইতিমধ্যেই যে উত্তেজনা শুরু হয়ে গিয়েছে তার প্রতিফলন মিলেছে অগ্রিম বুকিংয়ের সংখ্যাতেও। 


আরও পড়ুন: 'Salaar' and 'Dunki' Advance Booking: বড়দিনের আবহে প্রেক্ষাগৃহে মুখোমুখি 'ডাঙ্কি' ও 'সালার', অগ্রিম বুকিংয়ে শাহরুখকে পিছনে ফেলল প্রভাস


ইতিমধ্যেই 'পাঠান' ও 'জওয়ান' ছবির মতো 'ডাঙ্কি'রও ভোরবেলার শো টাইম মিলেছে। ভোর ৫টা ৫৫ মিনিটে প্রথম শো হবে 'ডাঙ্কি'র। একইসঙ্গে শাহরুখ খানের সবচেয়ে বড় ফ্যানক্লাব 'এসআরকে ইউনিভার্স' বিশ্বজুড়ে 'ডাঙ্কি'র ১ হাজারেরও বেশি স্ক্রিনে বিশেষ শোয়ের আয়োজন করেছে। এখনও পর্যন্ত যে কোনও হিন্দি ছবির ক্ষেত্রে এটি রেকর্ড। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।