মুম্বই: শ্লীলতাহানির অভিযোগ দায়ের করলেন একসময়ের বলিউড কাঁপানো নায়িকা জিনাত আমন। অমর খান্না নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছেন তিনি।

ওই ব্যবসায়ী মুম্বইয়ের বাসিন্দা। জিনাত অভিযোগ করেছেন, কয়েক মাস ধরে তিনি তাঁর শ্লীলতাহানি করেছেন, করেছেন দুর্ব্যবহার। পাশাপাশি অপরাধমূলক অনুসন্ধি নিয়ে অনুসরণ করছেন তাঁকে।

[embed]https://twitter.com/ANI/status/958052668592685056?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fzeenews.india.com%2Fbollywood%2Fveteran-actress-zeenat-aman-files-molestation-case-against-businessman-2077066.html[/embed]

পুলিশি তদন্তে জানা গিয়েছে, জিনাত ও অমর পরস্পরকে গত কয়েক মাস ধরে চিনতেন। কিন্তু তাঁদের সম্পর্ক কোনও কারণে টেকেনি। জিনাত এরপর তাঁর সঙ্গে কথা বলা বন্ধ করে দেন কিন্তু অমর তা শুনতে রাজি ছিলেন না। জিনাত তাঁকে বোঝানোর বহু চেষ্টা করেন। কোনও কাজ হয়নি তাতে।

তিতিবিরক্ত জিনাত এখন ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ডি ও ৫০৯ ধারায় অনুসরণ ও শ্লীলতাহানির অভিযোগ এনেছেন। কিন্তু অমর বেপাত্তা।

৭০-এর দশক ও ৮০-র শুরুতে বলিউডের অন্যতম সেরা নায়িকা ছিলেন জিনাত। ডন, ইয়াদোঁ কি বরাত, সত্যম শিবম সুন্দরম, হরে কৃষ্ণ হরে রাম সহ বহু ছবিতে কাজ করেন তিনি।