কলকাতা: বড়পর্দায় ফিরছেন বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee)। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত 'রক্তবীজ' ছবিতে ভারতের প্রাক্তন এবং প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ভিক্টরকে। পুজোর আবহে নতুন ছবিতে নয়া রূপে অভিনেতাকে দেখার জন্য আগ্রহী দর্শকমহল। ছবি মুক্তির চারদিন আগে আজ ১৫ অক্টোবর ভিক্টরের জন্মদিন (Victor Banerjee Birthday)। আর তাঁকে বেশ মজা করেই সোশ্যাল মিডিয়া শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক শিবপ্রসাদ। ফেসবুক পোস্টে 'রক্তবীজ' ছবির শ্যুটিংয়েরই একটি মুহূর্ত শেয়ার করে শিবপ্রসাদ লিখেছেন, 'শুভ জন্মদিন স্যার। আমাদের সকলের ভালবাসা রইলো আপনার জন্য। আমার আজ সকালের মেনু আপনার প্রিয় ঘুগনি পাঁউরুটি। উপরে পেঁয়াজ-লঙ্কা ছড়ানো।'



পাহাড় ছেড়ে (বর্তমানে বাস মুসৌরি) শ্যুটিং করতেও যেতে চান না পাহাড়প্রেমী ভিক্টর। তবে 'রক্তবীজ'- এর স্ক্রিপ্ট পছন্দ হওয়ায় কলকাতা এসে বাংলার বিভিন্ন প্রান্তে শ্যুটিং করেছেন তিনি। অনুরাগীরাও অনেকদিন পর অভিনেতাকে সিলভার স্ক্রিনে দেখার জন্য আগ্রহী হয়ে রয়েছেন। মৃণাল সেনের 'মহাপৃথিবী'- র পর ফের একবার পর্দায় একসঙ্গে দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং অনসূয়া মজুমদারকে। 


এই প্রথম থ্রিলারধর্মী ছবির পরিচালনা করছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। সোশ্য়াল মিডিয়ায় ইতিমধ্য়েই সমাদৃত হয়েছে 'রক্তবীজ'-এর ট্রেলার। খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের প্রেক্ষাপটে এই প্রথমবার থ্রিলার ছবি পরিচালনা করছেন এই পরিচালকদ্বয়। সিনেমায় অবশ্য জায়গার নাম দেওয়া হয়েছে খয়রাগড়। ভিক্টর বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, সত্যম ভট্টাচার্য, অনসূয়া মজুমদার এবং আরও অনেকে। ২০১৪ সালের ২ অক্টোবর, দুর্গাষ্টমীর দিন খাগড়াগড়ের একটি ২ তলা বাড়িতে বিস্ফোরণ ঘটে। সেই ঘটনার ভিত্তিতেই তৈরি হচ্ছে এই ছবি। প্রযোজনায় 'উইন্ডোজ'। 


'যে আগুনে যজ্ঞ হয়, সেই আগুনেই হয় বিস্ফোরণ'। ট্রেলারের শুরুতেই শোনা গেল 'আশ্বিনের শারদ প্রাতে...', তারপরই নেপথ্য কণ্ঠে বিস্ফোরণের আভাস। খাগড়াগড় ছবিতে নাম বদলে খয়রাগড়। কেন্দ্রীয় দলের হয়ে সেখানে বিস্ফোরণ কাণ্ডের তদন্তে আবির চট্টোপাধ্যায় ওরফে পঙ্কজ সিংহ হাজির বর্ধমানে। অন্যদিকে বর্ধমানের এসপি সংযুক্তা মিত্র, অভিনয়ে মিমি চক্রবর্তী। রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজের গ্রামের বাড়িতে পুজোর সময় ফিরছেন অনিমেষ বাবু। রাষ্ট্রপতির ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও তাঁর দিদির চরিত্রে অনসূয়া মজুমদার। আর সেখানেই গ্রামের একাধিক বাড়িতে তৈরি হয় বাজি, নাকি তারই আড়ালে বোমা? তারই তদন্তে কেন্দ্র ও রাজ্য পুলিশের দ্বন্দ্ব? এবারের দুর্গাপুজোয় কি তবে বিস্ফোরণের আওয়াজ বাজবে কানে? সন্ত্রাসবাদীরা কি তবে পুজোতেই ফিরছে বদলা নিতে? অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি 'রক্তবীজ' মুক্তি পাচ্ছে এই বছর পুজোয়। আর এই ছবির হাত ধরেই প্রথম থ্রিলার ঘরানায় পা রাখছেন শিবপ্রসাদ ও নন্দিতা পরিচালকদ্বয়। 


আরও পড়ুন- মঞ্চের 'যিশু' থেকে সত্যজিতের 'নিখিলেশ'- পাহাড়প্রেমী ভিক্টর সফল ময়দানেও, যুক্ত থাকেন সেবার কাজেও