হায়দরাবাদ: সময়টা ভালো যাচ্ছে না অভিনেতা মহেশ বাবুর। গত বছরের শেষ থেকে একে একে প্রিয়জনদের হারিয়ে ফেলছেন। প্রথমে গত বছরের শেষে তিনি হারালেন তাঁর মা-কে। চলতি বছরের শুরুতেই প্রয়াত হন তাঁর দাদা রমেশ বাবু। আর আজ পিতৃহারা হলেন দক্ষিণী ছবির সুপারস্টার মহেশ বাবু (Mahesh Babu)। বর্ষীয়ান তেলুগু অভিনেতা কৃষ্ণ (Krishna) প্রয়াত হলেন। জানা গিয়েছে, হায়দরাবাদের হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সোমবার সকালে তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। মঙ্গলবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (Krishna Passes Away)।


পিতৃহারা হলেন মহেশ বাবু-


জানা গিয়েছে, কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পর হায়দরাবাদের হাসপাতালে ভর্তি ছিলেন তেলুগু ছবির জনপ্রিয় অভিনেতা কৃষ্ণ। সেখানেই আইসিইউতে চলছিল তাঁর চিকিতসা। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গাচ্চিবোলির কন্টিনেন্টাল হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয় সোমবার রাত দুটো নাগাদ। সেই সময় তাঁর জ্ঞান ছিল না। দ্রুত চিকিতসকদের একটি টিম তাঁকে সুস্থ করার চেষ্টা করতে থাকেন। তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়।


আরও পড়ুন - Adnan Sami: কেন পাকিস্তান ছাড়লেন? বিস্ফোরক আদনান সামি


ডাক্তারদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে, অভিনেতা কৃষ্ণর শারীরিক অবস্থা এতটাই জটিল যে, ২৪ থেকে ৪৮ ঘণ্টা না পেরলে কিছু বলা যাচ্ছে না। তাঁদের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করা হয়। যেখানে অভিনেতা কৃষ্ণর শারীরিক অবস্থা সম্পর্কে তাঁরা জানান। সেখানে তাঁদের বলতে শোনা যায় যে, কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার ২০ মিনিটের মধ্যে হৃদরোগ বিশেষজ্ঞরা দ্রুত সিপিআর দিয়েছেন।


বর্ষীয়ান অভিনেতা কৃষ্ণ। যিনি প্রায় ৩০০ ছবিতে অভিনয় করেছেন। চলতি বছর মে মাসেই তিনি ৭৯ বছর পূর্ণ করেছেন। গত বছর সেপ্টেম্বরে প্রয়াত হন তাঁর স্ত্রী, মহেশ বাবুর মা ইন্দিরা দেবী। সম্প্রতি কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন যে, স্ত্রী প্রয়াত হওয়ার পর থেকে তিনি অবসাদে আক্রান্ত হন। এছাড়াও বার্ধক্যজনিত বেশ কিছু শারীরিক সমস্যাও রয়েছে তাঁর। চলতি বছর জানুয়ারিতে প্রয়াত হন তাঁর বড় ছেলে রমেশ বাবু। ফলে, সব মিলিয়ে মানসিক দিক থেকে ভেঙে পড়েছিলেন কৃষ্ণ। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। গতকাল থেকেই মহেশ বাবুর বাবাকে নিয়ে উদ্বেগ বাড়ছিল বিভিন্ন মহলে। জানা যাচ্ছিল, তাঁর শারীরিক অবস্থা বেশ গুরুতর। আর মঙ্গলবার সকালে সমস্ত লড়াই শেষ করে ইহজগতের মায়া ত্যাগ করে পরলোক গমন করলেন তিনি। নেট দুনিয়ায় তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা।