মুম্বই: বলিউডের দুই জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বিয়ে নিয়ে উচ্ছ্বসিত নেট দুনিয়া। বলিউডের হাই ভোল্টেজ বিয়ের অনুষ্ঠানের খুঁটিনাটি তথ্য জানতে আগ্রহী নেট নাগরিকরা। যতই নিজেদের বিয়ের খবর নিয়ে মুখ বন্ধ রাখুন না কেন দুই তারকা এবং তাঁদের পরিবারের সদস্যরা, বিভিন্ন সূত্র থেকে ভিকি-ক্যাটরিনার বিয়ের নানা তথ্য পাওয়া যাচ্ছে। কখনও কোনও ছবিতে জুটি বেঁধে দেখা যায়নি তাঁদের। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে রিয়েল লাইফে বিয়ের পর রিল লাইফেও জুটি বাঁধতে দেখা যাবে দুই তারকাকে। 


ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়েতে (Vicky Katrina Wedding) হাজির থাকা অতিথিদের মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম কানুন। যেমন তাঁরা মোবাইল ফোন নিয়ে বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না, ছবি তুলতে পারবেন না, লোকেশন শেয়ার করতে পারবেন না ইত্যাদি ইত্যাদি। ইতিমধ্যেই ঘনিষ্ঠ সূত্রে এই সমস্ত তথ্য পাওয়া গিয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আমন্ত্রিত অতিথিদের জন্য ভিকি-ক্যাটরিনার 'ওয়েলকাম নোট'। তাতে লেখা রয়েছে, 'অবশেষে আপনারা এসে পৌঁছে গিয়েছেন। আমরা আশা করছি জয়পুর থেকে রণথম্বোর যাওয়ার রোড ট্রিপ আপনারা উপভোগ করবেন। অনুগ্রহ করে আশেপাশের গ্রাম এবং রাস্তা দেখতে দেখতে এই যাত্রা আপনারা উপভোগ করুন যা আমরা দুজনে মিলে আপনাদের দিতে চাইছি।'


আরও পড়ুন - Vicky-Katrina Wedding: বিয়ের পর কোন ছবিতে জুটি বেঁধে দেখা যাবে ভিকি-ক্যাটরিনাকে?


'ওয়েলকাম নোট'-এ আরও লেখা রয়েছে, 'আরাম করে বসে এই দুর্দান্ত মজাদার অ্যাডভেঞ্জার উপভোগ করুন। আমরা আপনাকে অনুরোধ করছি যে, দয়া করে নিজেদের মোবাইল ফোনগুলি নিজেদের নিজেদের হোটেলের ঘরেই রেখে আসবেন এবং অনুষ্ঠানের যেকোনও ছবি তোলা কিংবা সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি পোস্ট করা থেকে নিজেদের বিরত রাখবেন। আমরা আপনাদের সঙ্গে সাক্ষাতের আর অপেক্ষা করতে পারছি না।' সূত্রের খবর অনুযায়ী, আগামী ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। শোনা যাচ্ছে, ঘনিষ্ঠ আত্মীয়, পরিবারের সদস্যরা এবং বলিউড ইন্ডাস্ট্রির বেশ কিছু তারকাসহ ভিকি-ক্যাটের বিয়েতে হাজির থাকতে চলেছেন প্রায় ১২০জন অতিথি।