Covishield: বিপুল হারে কোভিশিল্ড উৎপাদন কমাচ্ছে সেরাম, 'কেন্দ্রীয় অর্ডার নেই', জানাল সংস্থা

Covishield Seram Institute of India: মোদি সরকারের থেকে অর্ডার না পাওয়ায় করোনা ভ্যাকসিনের মাসিক উৎপাদন প্রায় ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হচ্ছে। তবে এখন বুস্টার ডোজ তৈরির দিকে নজর দিচ্ছে সেরাম।

Continues below advertisement

নয়া দিল্লি: ওমিক্রন (Omicron) আবহে চিন্তা বাড়াল সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (Seram Insititute of India) নয়া সিদ্ধান্ত। এবার কোভিশিল্ড (Covishield) উৎপাদন অনেকটাই কমিয়ে দিচ্ছে সেরাম, প্রায় অর্ধেক, মঙ্গলবার এমনটাই জানাল সেরামের সিইও আদর পুনাওয়ালা (Adar Poonawalla)। তিনি বলেছেন কেন্দ্র থেকে কোভিশিল্ড এর জন্য পর্যাপ্ত অর্ডার না পাওয়ার জেরে এমন সিদ্ধান্ত নিচ্ছে তাঁর সংস্থা।

Continues below advertisement

সিইও প্রধান জানিয়েছেন, মোদি সরকারের থেকে অর্ডার না পাওয়ায় করোনা ভ্যাকসিনের মাসিক উৎপাদন প্রায় ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হচ্ছে। তবে এখন বুস্টার ডোজ তৈরির দিকে নজর দিচ্ছে সেরাম। যারা কোভিশিল্ডের দুটি করে ডোজ নিয়েছে তাঁদের বুস্টার ডোজের প্রয়োজনীয়তা রয়েছে, এমনটা জানিয়েছে কেন্দ্রকে চিঠিও দিয়েছে সেরাম। একটি জাতীয় সংবাদমাধ্যমকে আদর পুনাওয়ালা জানিয়েছে, "আমি আসলে এমন একটি দ্বিধায় আছি যা আমি কখনও আগে কল্পনাও করিনি। এর আগে আমরা প্রতি মাসে ২৫০ মিলিয়ন ডোজ তৈরি করছি। কিন্তু এখন তা কমাতে হচ্ছে। ভাল বিষয় এটাই যে, দেশের প্রায় অনেকের ইতিমধ্যেই দুটি করে ডোজ নেওয়া হয়ে গিয়েছে।"         

আরও পড়ুন, ফেব্রুয়ারিতেই ভারতে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ, সতর্ক করলেন বিজ্ঞানী

ভবিষ্যতে করোনা ভ্যাকসিন উৎপাদন প্রসঙ্গে আদর পুনাওয়ালা বলেন, "হাতে অন্য কোন অর্ডার নেই, তাই আমি আপাতত কোভিশিল্ডের উৎপাদন ৫০ শতাংশ কমিয়ে দিচ্ছি। এরপর আবার অর্ডার আসলে তখন প্রোডাকশন বৃদ্ধির দিকে নজর দেব। আট মাস ধরে আমরা রফতানি করতে পারিনি। অন্যান্য দেশগুলি মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্য দেশ টিকা সরবরাহ করেছে। একটা বড় বাজার হারিয়েছি আমরা।"            

এদিকে, কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ নিয়ে কোনও সিদ্ধান্ত হল না ভ্যাকসিনেশন নিয়ে জাতীয় পরামর্শদাতা গোষ্ঠীর বৈঠকে।  স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, শিশুদের ভ্যাকসিনেশন নিয়েও কোনও সিদ্ধান্ত হয়নি। কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্ট যখন চোখ রাঙাচ্ছে, তখন চিকিত্‍সকদের একাংশ বুস্টার ডোজের দাবিতে সরব।  কিন্তু সূত্রের খবর, বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হলেও কোনও সিদ্ধান্ত হয়নি।  সেইসঙ্গে শিশুদের ভ্যাকসিনেশন কবে থেকে শুরু হবে, সে বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়নি।                 

Continues below advertisement
Sponsored Links by Taboola