কলকাতা: রাত পোহালেই তাঁর জন্মদিন। আর তার আগের সন্ধেয় নতুন ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে 'বিপজ্জনক' প্রশ্নের মুখোমুখি ভিকি কৌশল (Vicky Kaushal)। ছবির বিষয়ের সূত্র ধরেই, উঠে এল ক্যাটরিনা (Katrina Kaif)-এর প্রসঙ্গ!
আজ মুক্তি পেয়েছে 'জ়রা হটকে, জ়রা বাঁচকে'-র ট্রেলার। এই ছবিতে সারা আলি খান (Sara Ali Khan)-এর সঙ্গে জুটি বেঁধেছেন ভিকি। হলুদ শাড়িতে সেজে আজ ছবির নায়িকা এসেছিলেন ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে। অন্যদিকে ভিকি সেজেছিলেন ডেনিম রিপট শার্ট ও সানগ্লাসে। সারার কাউচের হাতলে বসে, মজার মুডেই প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ভিকি। আর ইতিমধ্যেই ভিকির দিকে, সাংবাদিকদের তরফ থেকে ধেয়ে এল এক মজার কিন্তু 'বিপজ্জনক' প্রশ্ন। এই ছবির বিষয়বস্তু ডিভোর্স কমেডি। আর সেই সূত্র ধরেই ভিকিকে প্রশ্ন করা হল, তিনি যদি ক্যাটরিনার চেয়েও ভাল কাউকে পান, তাহলে কি ক্যাটরিনাকে ডিভোর্স দেবেন?
এই প্রশ্ন শুনে হেসে ফেলে সারা, চোখ ঢেকে মুখ নিচু করে হাসতে থাকেন ভিকিও। তারপরে হাসি সামলে তিনি বলেন, 'রাতে বাড়ি ফিরতে হবে তো আমায়.. নাকি। আর আমি এখনও ছোটো, আমায় একটু বড় হতে দিন। তবে, আমাদের সম্পর্কটা সাত জন্মের।'
'জ়রা হটকে, জ়রা বাঁচকে' ছবির ট্রেলার শুরুই হচ্ছে ভিকি কৌশল ও সারা আলি খানের প্রেমে ভরা ফ্ল্যাশব্যাক বিবাহিত জীবন দিয়ে। তারপর কয়েক বছর পেরিয়ে বর্তমান সময়ের ছবি দেখা যায়, যেখানে তাঁরা বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন। কিন্তু তাঁদের আশেপাশের লোকজন কিছুতেই বুঝছেন না যে কেন তাঁরা একসঙ্গে থাকতে চান না।
এছাড়া ট্রেলারেই দেখা মিলল একাধিক ডান্স নম্বরেও। জনপ্রিয় গান 'তুম কেয়া জানো মহব্বত কেয়া হ্যায়'-র নয়া সংস্করণও শুনতে পাওয়া গেল। ছবির ট্যাগলাইন বলছে, 'ইস বার, সারি হদে হোঙ্গি পার, যব ডিভোর্স হোগা সপরিবার।' সময়ের সঙ্গে সঙ্গে কপিল ও সৌম্যার বিবাহিত জীবনের রং কেন ফিকে হয়ে গেল, জানতে ২ জুন হলমুখী হতে হবে দর্শকদের।
আরও পড়ুন: Lychee Benefits: ভিটামিন সি-তে ভরপুর লিচু, ভাল রাখে লিভার, সমাধান করে আরও অনেক সমস্যার
আরও পড়ুন: Good Sleep: গরমের মরসুমে রাতের ঘুমে সমস্যা? সমাধানে মেনে চলতে পারেন সহজ কয়েকটি নিয়ম