নয়াদিল্লি: 'অ্যানিম্যাল' (Animal Movie) ছবির মুক্তির পর থেকে ফের শিরোনামে অভিনেত্রী তৃপ্তি দিমরি (Tripti Dimri)। রণবীর কপূরের সঙ্গে তাঁর অন্তরঙ্গ দৃশ্য (intimate scenes) নিয়ে প্রবল চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। সেই আবহেই ভাইরাল হল ভিকি কৌশলের সঙ্গে তৃপ্তির ছবি। দুই শিল্পীরই ক্রোয়েশিয়ায় (Croatia) শ্যুটিং চলাকালীন তোলা ছবি এগুলি। ভাইরাল হওয়া ছবিতে তাঁদের মধ্যের রসায়ন স্পষ্ট।
রণবীর নয়, এবার ভিকির 'বাহুলগ্না' তৃপ্তি
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বেশ রোম্যান্টিক পোজে রয়েছেন তৃপ্তি দিমরি ও ভিকি কৌশল। ক্রোয়েশিয়ায় শ্যুটিংয়ে ব্যস্ত দুই তারকা। সেই সময়ের ছবি এগুলি। একটি ছবিতে দেখা যাচ্ছে তৃপ্তিকে কোলে তুলেছেন ভিকি, কোথাও দেখা গেল খুব কাছাকাছি ভিকি ও তৃপ্তি। অনেকেই মনে করছেন এই ছবিগুলি গত বছর শ্যুট হওয়া রোম্যান্টিক কমেডি ঘরানার সিনেমার দৃশ্য।
অন্যদিকে, এই মুহূর্তে বক্স অফিসে মুখোমুখি লড়াই চলছে ভিকি কৌশলের 'স্যাম বাহাদুর' ও তৃপ্তি দিমরির 'অ্যানিম্যাল' ছবির। বলাই বাহুল্য 'অ্যানিম্যাল' বক্স অফিস আয়ের সিংহভাগ তুলেছে নিজের ঘরে।
রণবীর কপূর, রশ্মিকা মান্দানা অভিনীত, 'অ্যানিম্যাল' ছবিতে অভিনয়ের পরে বিপুল খ্যাতি অর্জন করেছেন তৃপ্তি। অনেকেই তাঁকে এখন 'জাতীয় ক্রাশ' বলে অভিহিত করছেন।
একই ছবিতে তৃপ্তি দিমরি ও ভিকি কৌশল
ভিকি কৌশল ও তৃপ্তি দিমরির একসঙ্গে অভিনীত ছবির নাম প্রথমে হওয়ার কথা ছিল 'মেরে মেহবুব মেরে সনম'। যদিও কর্ণ জোহর এই ছবির মুক্তির তারিখ ঘোষণা করেছিলেন জুলাই মাসে, কিন্তু সিনেমার নাম ঘোষণা করেননি।
কর্ণ নিজের সোশ্যাল মিডিয়ায় জুলাই মাসে এই 'আনটাইটেলড' ছবির মুক্তির তারিখ ঘোষণা করেন। তিনি লেখেন, 'একটি ছবি যা ব্যতিক্রমীভাবে একাধিক কারণে আমার হৃদয়ের অত্যন্ত কাছের...'। পোস্টের ছবিতে লেখা হয়, 'অ্যামাজন প্রাইম নিবেদিত, ধর্ম প্রোডাকশনস ও লিও মিডিয়া কালেক্টিভের সহযোগিতায়, একটি লিও মিডিয়া কালেক্টিভ প্রযোজনা।' সেখানেই তিনি ঘোষণা করেন এই ছবিতে ভিকি কৌশল, তৃপ্তি দিমরির সঙ্গে অভিনয় করবেন অ্যামি ভির্কও।
আরও পড়ুন: Andre Braugher Death: প্রয়াত 'Brooklyn 99'-এর ক্যাপ্টেন হোল্ট, ৬১ বছর বয়সে মৃত্যু আন্দ্রে ব্রাওয়ারের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।