মুম্বই: বলিউড অভিনেতা ভিকি কৌশলের (Vicky Kaushal) কেরিয়ারের অন্যতম হিট ছবি 'উরি: দ্য় সার্জিক্যাল স্ট্রাইক'। আজ ১১ জানুয়ারি। আজ তিন বছর পূর্তি হল 'উরি: দ্য় সার্জিক্যাল স্ট্রাইক' ছবির। ২০১৬ সালে হওয়া উরি অ্যাটাকের ঘটনা নিয়েই তৈরি পরিচালক আদিত্য ধরের এই ছবি। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল, ইয়ামি গৌতম। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোহিত রায়না, পরেশ রাওয়াল, কীর্তি কুলহারির মতো অভিনেতারা। বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পাওয়া 'উরি: দ্য় সার্জিক্যাল স্ট্রাইক' দর্শকদের পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও প্রশংসা আদায় করে নিয়েছিল। সবথেকে বেশি ব্যবসা করা হিন্দি ছবির তালিকায় জায়গা করে নিয়েছে এই ছবি।
'উরি: দ্য় সার্জিক্যাল স্ট্রাইক' ছবির তিন বছর পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট করলেন ভিকি কৌশল, ইয়ামি গৌতম (Yami Gautam)। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবি শেয়ার করে ভিকি কৌশল লিখেছেন, 'চিরদিন কৃতজ্ঞ থাকব'। বিশেষ পোস্ট করেছেন ইয়ামি গৌতমও। অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখেন, 'অসংখ্য স্মৃতি জড়িয়ে রয়েছে।' প্রসঙ্গত, 'উরি: দ্য় সার্জিক্যাল স্ট্রাইক' ছবির পরিচালক আদিত্য ধরের সঙ্গে পরবর্তীকালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইয়ামি।
আরও পড়ুন - Sara Ali Khan Update: 'সমালোচনার শিকার হচ্ছি ছোটবেলা থেকে', বিস্ফোরক সারা আলি খান
'উরি: দ্য় সার্জিক্যাল স্ট্রাইক' ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন মানসী পারেখ, রাজবীর চৌহান প্রমুখ অভিনেতারা। প্রসঙ্গত, পরিচালক আদিত্য ধরকে বিয়ের পর ইয়ামি গৌতম জানিয়েছিলেন যে, 'উরি: দ্য় সার্জিক্যাল স্ট্রাইক' ছবিটি যদি বক্স অফিসে সাফল্য না পেত, তাহলে কী পরিকল্পনা ছিল পরিচালকের।
ভিকি কৌশলকে খুব শীঘ্রই দেখা যাবে 'গোবিন্দা মেরা নাম' ছবিতে। এছাড়াও সারা আলি খানের সঙ্গে একটি ছবিতে দেখা যাবে তাঁকে। অন্যদিকে, ইয়ামি গৌতমকে দেখা যাবে 'আ থার্সডে', 'লস্ট',. 'ওহ মাই গড টু' ছবিতে।