কলকাতা: একঝলকে দেখলে চেনা যায় না তাঁকে। পেশিবহুল চেহারা, বৃদ্ধের বেশ! কে এই অভিনেতা? বুধবার নির্মাতারা এই ছবি সংক্রান্ত তথ্য প্রকাশ করেছেন। ছবির নাম ‘মহাবতার’ (Mahavatar)। ভাল করে দেখলেই চেনা যায়। তিনি ভিকি কৌশল (Vicky Kaushal)। বলিউড বর্তমানে ইতিহাস নির্ভর গল্পের ওপর ঝুঁকেছে। একের পর এক মুক্তি পাচ্ছে ইতিহাস ভিত্তিক খবর। আর সেই তালিকায় এবার নাম জুড়ল 'মহাবতার'-এর। 'চিরঞ্জিবি পরশুরাম'-এর চরিত্রে দেখা যাবে ভিকি কৌশলকে। ছবিটি প্রযোজনা করছেন দীনেশ বিজন এবং পরিচালনায় ‘স্ত্রী’ ছবি খ্যাত অমর কৌশিক। উল্লেখ্য, ‘হরর কমেডি’র পর এই প্রথম পরিচালক কোনও ‘পিরিয়ড ড্রামা’ পরিচালনা করতে চলেছেন।
আজ সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার শেয়ার করে নিয়েছে প্রযোজনা সংস্থা। ভিকি কৌশলের যে লুক প্রকাশ্যে এসেছে তা বেশ আকর্ষণীয়। তাঁর এক মাথা কাঁচা পাকা চুল জটার মতো কাঁধ ছুঁয়েছে। সঙ্গে লম্বা দাড়ি। দুই চোখে যেন আগুন জ্বলছে ভিকির। ভারতীয় পুরাণে বিষ্ণুর দশ অবতারের মধ্যে অন্যতম হলেন পরশুরাম। রামায়ণ এবং মহাভারতেও পরশুরামের কথা উল্লেখ আছে। কথিত রয়েছে, শিবের নির্দেশে পৃথিবীতে দুষ্টের দমন করে শান্তি স্থাপন করতে তাঁর জন্ম হয়েছিল। কোনও কোনও পুরাণে পরশুরামকে বীর যোদ্ধা হিসেবেও বর্ণনা করা হয়েছে। এই রকম জটিল একটি চরিত্র ভিকির কাছে অন্যতম চ্যালেঞ্জ হতে চলেছে।
ইতিমধ্যেই ভিকির লুক দেখে বলিউডের অনেকেই তাঁর প্রশংসা করেছেন। এই চরিত্রের জন্য ভিকি যে নিজেকে উজাড় করে দেবেন, সেই প্রত্যাশাই করছেন দর্শক। তাঁর পাওয়া চ্যালেঞ্জিং চরিত্রগুলির মধ্যে অন্যতম। অনেকেই প্রত্যাশা করে রয়েছেন ভিকিকে এই চরিত্রে কেমন লাগবে সেটা দেখার জন্য। খুব তাড়াতাড়িই শুরু হয়ে যাবে এই ছবির শ্যুটিং। নভেম্বর মাসেই শুরু হওয়ার কথা এই ছবির শ্যুটিং। তার আগে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।
আরও পড়ুন: Salman Khan: রবীন্দ্রনাথকে অবমাননার দায়ে সলমনেরও! আইনি নোটিস পেয়ে কী জানালেন অভিনেতা?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।