কলকাতা: শ্যুটিং করতে এসেছিলেন কলকাতায়, ফের প্রচারের জন্য সেই শহরেই পা রাখলেন ভিকি কৌশল (Vicky Kaushal)। তিলোত্তমার সঙ্গে সংযোগ ছিল সেই মানুষটিরও, যাঁর চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলেছেন তিনি। শ্যাম মানেকসর (Sam Manekshaw)। সেই ছবির প্রচারে এসেই ভিকির মুখে উঠে এল বিভিন্ন বিষয়... এমনকি 'উরি' তারকা জানালেন, কলকাতা তাঁর অনেক 'প্রথম'-এর সাক্ষীও। 


আজ শহরে এসে ফোর্ট উইলিয়াম-এ যান ভিকি, সময় কাটান সৈনিকদের সঙ্গে। এরপরে ভবানীপুর কলেজে যান তিনি, বলিউড অভিনেতাকে নিজেদের মধ্যে পেয়ে উচ্ছ্বসিত পড়ুয়ারা। সেখানে এসে, বাংলাতেও কথা বলেন ভিকি। কয়েকবার হোঁচট খেলেও, ভিকির উষ্ণতা মন জিতে নিয়েছিল সবারই। এরপরে সাংবাদিক সম্মেলন করেছেন ভিকি। বাঙালি আপাতত ছবির সঙ্গে সঙ্গে মজে বিশ্বকাপ জ্বরেও। এদিন ভিকির গলাতেও শোনা গেল ক্রিকেটের কথা। 


এর আগে, শহরে ডুরান্ড কাপ দেখতে হাজির হয়েছিলেন ভিকি। এদিন তিনি বলেন, 'আমি এই শহরেই প্রথম লাইভ ফুটবল ম্যাচ দেখলাম। সেটা ডুরান্ড কাপ। শ্যাম মানেকসর স্যারেরও যোগ ছিল ফুটবলের সঙ্গে। কলকাতায় প্রথম সেই ম্যাচটা দেখে দারুণ লেগেছিল। এবার আমি প্রথম ওয়াংখেড়েতে ম্যাচও দেখলাম। আমার নিজেই ভাবলে অবাক লাগে, মুম্বইতে জন্মানোর পরেও আমি এত বছর ওয়াংখেড়েতে কোনও ম্যাচ দেখিনি। এই প্রথম আমি ভারতের ম্যাচটা দেখলাম। তবে ফাইনালে আমদাবাদ যেতে পারব না। ঘরে বসেই গলা ফাটাব ভারতের জন্য।'


 এদিন সাংবাদিক সম্মেলনে 'ডিপফেক ভিডিও' (Deepfake Video) নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, 'ইন্টারনেটে এই মুহূর্তে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস এই 'ডিপফেক ভিডিও'। এটা এখন তারকাদের সঙ্গে হচ্ছে, তাদের সত্যিটা সামনে নিয়ে আসার ক্ষমতা রয়েছে। তাঁরা প্রমাণ করে দিতে পারছেন যে ভিডিওগুলি ভুয়ো। তবে এটা যদি কোনও কলেজ পড়ুয়ার সঙ্গে হয়? তার তো এটা প্রমাণ করারও ক্ষমতা থাকবে না যে ভিডিওতে সে নেই। সম্পূর্ণ জাল করা হয়েছে এটি।' সেই সঙ্গে ভিকি বলেন, 'আশা করি এই ধরণের ভিডিওকে রোখবার জন্য আমাদের নিরাপত্তা ব্যবস্থা, সাইবার সেল কাজ করছে। সবাই এখন বিষয়টা নিয়ে সচেতন। খুব তাড়াতাড়ি এই ভুয়ো ভিডিও থেকে আমরা রক্ষা পাব বলে আমার বিশ্বাস।'


আরও পড়ুন: Vicky Kaushal: কলেজ পড়ুয়াদের সঙ্গে বাংলা কথা, ঝটিকা সফরে কলকাতায় এসে কী কী করলেন ভিকি কৌশল?