মুম্বই: আজ জন্মদিন বলিউড অভিনেতা ভিকি কৌশলের (Vicky Kaushal)। সকাল থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছার বন্যা বইছে। সাধারণ নেট নাগরিক থেকে তারকারা সকলেই অভিনেতাকে জন্মদিনের (Vicky Kaushal Birthday) শুভেচ্ছা জানাচ্ছেন। রোম্যান্টিক ছবি পোস্ট করে ভিকিকে শুভেচ্ছা জানান ক্যাটরিনা কাইফ। পাল্টা স্ত্রী-কে কমেন্টে রোম্যান্টিক উত্তর দেন অভিনেতা।


আরও পড়ুন - Bharti Singh: ধর্মীয় মন্তব্য ঘিরে বিতর্ক, ক্ষমা চাইলেন ভারতী সিংহ


বলিউডে একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন ভিকি কৌশল। তাঁর বলিউড জার্নি শুরু হয়েছিল সহকারী পরিচালক হিসেবে। জানা যায়, অনুরাগ কাশ্যপের ক্রাইম থ্রিলার 'গ্যাংস অফ ওয়াসেপুর'-এ তাঁর সহকারী হিসেবে কাজ করেন ভিকি। তবে, বলিউডে পা রাখার আগেই পড়াশোনা শেষও করেন তিনি। ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি রয়েছে তাঁর। অর্থাৎ, বলিউডে কেরিয়ার সফল না হলে তাঁর প্ল্যান বি ঠিক করা ছিল। ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন নিয়ে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি রয়েছে তাঁর। কিন্তু তাঁর কেরিয়ার বদলে যায় 'উরি- দ্য সার্জিকাল স্ট্রাইক' ছবির পর। ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পায়। তার সঙ্গে জনপ্রিয় হয়ে ওঠেন ভিকি কৌশলও। আর এই ছবির সাফল্য প্রভাব ফেলে ভিকি কৌশলের পারিশ্রমিকেও।


'উরি- দ্য সার্জিকাল স্ট্রাইক' ছবির পর কতটাকা পারিশ্রমিক নেন ভিকি কৌশল?


বিভিন্ন সূত্র অনুযায়ী বিভিন্ন তথ্য পাওয়া যায়। যদিও কোনও তথ্যর সত্যতা যাচাই করেনি এবিপি লাইভ। কোনও সূত্রে দাবি করা হচ্ছে, বর্তমানে একে একটি ছবিতে অভিনয়ের জন্য ৭ থেকে ৮ কোটি টাকার পারিশ্রমিক নেন ভিকি। আবার কোনও সূত্রে দাবি করা হচ্ছে, ছবি পিছু ৩ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি। আবার কোনও সূত্রে দাবি করা হচ্ছে, ক্যাটরিনা কাইফের সঙ্গে বিয়ের পর ব্র্যান্ড ভ্যালু বেড়ে গিয়েছে ভিকি কৌশলের। বর্তমান চোখ কপালে ওঠা পারিশ্রমিক নিচ্ছেন অভিনেতা।


প্রসঙ্গত, ভিকি কৌশলকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'সর্দার উধম' ছবিতে। তাঁর হাতে রয়েছে একাধিক ছবি। শীঘ্রই তাঁকে নানা স্বাদের ছবিতে দেখা যেতে চলেছে।