মুম্বই: করোনা আক্রান্ত বলিউড অভিনেতা ভিকি কৌশল। নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন অভিনেতা। এদিন ইনস্টাগ্রামে পোস্ট করে ভিকি লেখেন, “সব ধরনের সাবাধানতা এবং সুরক্ষা অবলম্বন করার পরেও দুর্ভাগ্যবশত কোভিড ১৯ পজিটিভ আমি। প্রয়োজনীয় সব নিয়মবিধি মেনে চলছি। আপাতত হোম কোয়ারান্টিনে আছি। আমার চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খাচ্ছি। গত কয়েকদিনে আমার সংস্পর্শে যাঁরা এসেছেম তাঁদের নমুনা পরীক্ষা করিয়ে নিতে অনুরোধ করব। সাবধানে থাকুন এবং সুরক্ষিত থাকুন।“



বলিউডে করোনা নিয়ে উদ্বেগের ছায়া। ভিকি কৌশল ছাড়াও আজই করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী ভূমি পেডনেকরও। এবার বলিউডের করোনা আক্রান্তদের তালিকায় যোগ হল ভিকি এবং ভূমির নাম। গতকালই অক্ষয় কুমার করোনায় আক্রান্ত হয়েছেন। অক্ষয় কুমারের পর তারকার ছবি রাম সেতুর শ্যুটিংয়ে জড়িত আরও ৪৫ জন করোনা আক্রান্ত। দুদিন আগেই আলিয়া ভট্টের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। কার্তিক আরিয়ান, আমির খান, মিলিন্দ সোমানের মতো তারকারা সম্প্রতি কোভিড-১৯ এর শিকার হয়েছেন।



এদিন ভূমি পেডনেকর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমি কোভিড-১৯ পজিটিভ। সমান্য উপসর্গ আছে। তবে আমি ঠিক আছি। আইসোলেশনে রয়েছি। আমার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, গাইডলাইন মেনে চলছি। আমার সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের পরীক্ষা করাতে অনুরোধ করছি। ভিটামিন সি যুক্ত খাবার খাচ্ছি। বর্তমান পরিস্থিতিকে একেবারেই হালকাভাবে নেবেন না। সবরকম নিয়ম মেনে চলুন। মাস্ক পরুন। হাত ধুতে থাকুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন।


এদিকে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ১ লক্ষ। গতকালের তুলনায় এক লাফে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়েছে ১০ হাজার। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩ হাজার ৫৫৮ জন। দেশে এই প্রথম এক লক্ষ পেরোল সংক্রমিতের সংখ্যা। এর আগে ২০২০-র ১৬ সেপ্টেম্বর ভারতে আক্রান্তের সংখ্যা ছিল ৯৭ হাজার ৮৯৪। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৭৮ জনের। যা গতকালের তুলনায় কম। একইসঙ্গে দৈনিক সুস্থতার সংখ্যাও কমেছে।