নয়াদিল্লি: দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ১ লক্ষ। গতকালের তুলনায় এক লাফে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়েছে ১০ হাজার। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩ হাজার ৫৫৮ জন। দেশে এই প্রথম এক লক্ষ পেরোল সংক্রমিতের সংখ্যা। এর আগে ২০২০-র ১৬ সেপ্টেম্বর ভারতে আক্রান্তের সংখ্যা ছিল ৯৭ হাজার ৮৯৪। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৭৮ জনের। যা গতকালের তুলনায় কম। একইসঙ্গে দৈনিক সুস্থতার সংখ্যাও কমেছে।  


দেশে এখনও পর্যন্ত  করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬৫ হাজার ১০১ জনের।  আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৫ লক্ষ ৮৯ হাজার ৬৭। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ১৬ লক্ষ ৮২ হাজার ১৩৬। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৭৮ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫১৩। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩ হাজার ৫৫৮ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯৩ হাজার ২৪৯।


গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২ হাজার ৮৪৭ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৬০ হাজার ৪৮ জন। দেশে মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ।  দেশে সুস্থতার হার ৯২ দশমিক ৮০ শতাংশ। দৈনিক মৃত্যুতে দেশে প্রথম স্থানে মহারাষ্ট্র। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় ২২২ জনের মৃত্যু হয়েছে। ঝড়ের গতিতে করোনার বাড়বাড়ন্ত ঠেকাতে, মহারাষ্ট্রে জারি করা হল ১৪৪ ধারা। সকাল সাতটা থেকে রাত ৮টা পর্যন্ত একসঙ্গে ৫ জনের বেশি জমায়েত হওয়া যাবে না।


এই পরিস্থিতিতে গতকাল, রবিবার উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, আরও বেশি সংখ্যায় করোনা পরীক্ষা, করোনা আক্রান্ত বা উপসর্গ আছে এমন মানুষদের চিহ্নিতকরণ, করোনা চিকিৎসার উন্নত পরিকাঠামো এবং করোনার টিকাকরণের মতো বিষয়গুলির ওপর জোর দেওয়া হয় বৈঠকে। সূত্রের খবর, কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে বলা হয়েছে, সংক্রমণ নিয়ন্ত্রণে আরও বেশি সচেতন হতে হবে। বিশেষ করে মাস্কের ব্যবহার, দূরত্ব বিধি মেনে চলা, পরিচ্ছন্নতার ওপর জোর দিতে হবে। বর্তমানে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এ রাজ্যের সর্বত্র চলছে মিছিল, জনসভা, রোড শো। বিভিন্ন রাজনৈতিক দলের হাজার হাজার কর্মী সমর্থক ভিড় করছেন তাতে। এই পরিস্থিতিতে এখানেও বাড়ছে করোনার সংক্রমণ।