মুম্বই: একজন বলিউডের হার্ট থ্রব। শীলা কি জওয়ানি গানে নেচে মন জিতেছিলেন ভক্তদের। অন্যজন নতুন প্রজন্মের নায়কদের মধ্যে অন্যতম পরিচিত নাম।
বলিউডের সেই সেলিব্রিটি দম্পতি - ক্যাটরিনা কাইফ ( Katrina Kaif) ও ভিকি কৌশল (Vicky Kaushal) দিলেন সুখবর। সারা দেশ যখন দুর্গাপুজো ও নবরাত্রির উৎসবে মেতে উঠতে তৈরি, তখনই অভিনেতা দম্পতি জানালেন, তাঁদের ঘর আলো করে আসতে চলেছে সন্তান। হাজারো পুরুষের হৃদয়ে ঝড় তোলা ক্যাটরিনা সন্তানসম্ভবা।
মিষ্টিভাবে অসংখ্য ভক্ত-অনুরাগীদের এই সুখবর দিয়েছেন ক্যাটরিনা ও ভিকি। সোশ্যাল মিডিয়ায় দুজনে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, ক্যাটরিনা ও ভিকি দুজনে মিলে হাতে ধরে রয়েছেন একটি ছবি। কী রয়েছে সেই ছবিতে?
ছবিতে দেখা যাচ্ছে ক্যাটরিনার বেবি বাম্প। অন্তঃসত্ত্বা ক্যাটরিনার সঙ্গে ভিকি। দুজনই পরেছেন সাদা পোশাক। ক্যাটরিনার বেবি বাম্প দুহাত দিয়ে আগলে রয়েছেন ভিকি। মাথায় মাথা ঠেকানো। আদুরে ছবি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ক্যাটরিনা লিখেছেন, 'আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি যে, আমরা জীবনের সেরা অধ্যায় শুরু করতে চলেছি।'
হরভজন সিংহ থেকে শুরু করে অক্ষয় কুমার, কিয়ারা আডবাণী থেকে শুরু করে অনুষ্কা শর্মা - শুভেচ্ছাবার্তার ঢল। বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার লিখেছেন, 'তোমাদের জন্য খুব খুশি ক্যাটরিনা ও ভিকি। আমি বলে দিতে পারি তোমরা সেরা বাবা মা হবে। শুধু বাচ্চাকে ইংরেজি ও পঞ্জাবি দুটোই সমান তালে শিখিও। অনেক ভালবাসা ও আশীর্বাদ। জয় মহাদেব।'
অনুষ্কা শর্মা লিখেছেন, 'অনেক অভিনন্দন দুজনকেই।' রণবীর সিংহ লিখেছেন, 'ঈশ্বর দুজনকেই আশীর্বাদ করুন।' দীপিকা পাডুকোন, সাগরিকা ঘাটগেরাও শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে। রকুলপ্রীত সিংহ লিখেছেন, 'তাই নাকি, দারুণ খুশি দুজনের জন্যই।' সোনু সুদ, ক্রিকেটার হরভজন সিংহরাও জানিয়েছেন শুভেচ্ছা ও অভিনন্দন।
ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল বছর চারেক আগে, ২০২১ সালের ডিসেম্বর মাসে রাজস্থানে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বলিউডের অন্যতম প্রশংসিত ও হিট জুটি হিসেবে পরিচিত তাঁরা। গত সাড়ে তিন বছরে তাঁদের রেড কার্পেটের রোমান্স থেকে শুরু করে ইনস্টাগ্রামে শেয়ার করা খোলামেলা মুহূর্ত—সবই দর্শকদের মন জয় করেছে।