Railway Employee Bonus News : উৎসবের সরসুমে (Durga Puja 2025) রেলকর্মীদের (Indian Railways) জন্য দারুণ খবর। মোদি সরকার (PM Modi) করল বড় ঘোষণা। এবার ৭৮ দিনের বোনাস দেবে কেন্দ্রীয় সরকার। নবরাত্রি, দুর্গাপুজোর মাঝেই এল এই খবর। জেনে নিন, আপনার অ্যাকাউন্টে কত ঢুকবে ?
কী ঘোষণা করেছে রেল মন্ত্রকরেল মন্ত্রকের তরফে বলা হয়েছে, রেলকর্মীদের অসাধারণ কর্মক্ষমতার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরই সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ ১০,৯১,১৪৬ রেল কর্মচারীকে ১৮৬৫.৬৮ কোটি টাকায় ৭৮ দিনের প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস (পিএলবি) অনুমোদন করেছে। এমনটাই জানিয়েছে রেলপথ মন্ত্রক।
কেন কখন দেওয়া হয় এই বোনাসপ্রতি বছর দুর্গাপূজা,দশেরার ছুটির আগে যোগ্য রেল কর্মচারীদের প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস বা পিএলবি দেওয়া হয়। গত বছর, ১১,৭২,২৪০ জন রেল কর্মচারীকে পিএলবি দেওয়া হয়েছিল ২,০২৮.৫৭ কোটি টাকা।
কাদের জন্য এই বোনাস
এই বছরও, প্রায় ১০.৯১ লক্ষ নন-গেজেটেড রেল কর্মচারীকে ৭৮ দিনের বেতনের সমপরিমাণ পিএলবি দেওয়া হচ্ছে। পিএলবি আসলে রেল কর্মচারীদের রেলের কর্মক্ষমতা উন্নয়নে কাজ করার জন্য অনুপ্রাণিত করার পুরস্কার। একে একপ্রকার ইনসেনটিভ বলা যেতে পারে। রেল মন্ত্রকের তরফেই সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে এই বিষয়ে বলা হয়েছে।
No Public Fund For Diwali Gifts : সাধারণ মানুষের টাকা ব্যয় করা যাবে না উপহার কেনার জন্য। দীপাবলির (Diwali 2025) আগে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে বড় সিদ্ধান্ত নিল মোদি সরকার (PM Modi)। এবার সরকারি অর্থে কেনা যাবে না দীপাবলি ছাড়াও অন্য়ান্য উৎসবের উপহার (Diwali Gifts)।
কী বলা হয়েছে সরকারের তরফেসম্প্রতি এই নিয়ে স্মারকলিপি প্রকাশ করেছে সরকার। যেখানে অর্থ মন্ত্রক সব কেন্দ্রীয় মন্ত্রক, বিভাগ ও সংশ্লিষ্ট সংস্থাগুলিকে দীপাবলি বা অন্য কোনও উৎসবের জন্য সরকারি তহবিল ব্যবহার করে উপহার কিনতে নিষেধ করেছে। সরকারের তরফে বলা হয়েছে, আর্থিক শৃঙ্খল জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ।
স্মারকলিপিতে বলা হয়েছে১৯ সেপ্টেম্বর ব্যয় বিভাগের প্রকাশিত এই নির্দেশিকা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। এটি অপ্রয়োজনীয় ব্যয় রোধ ও জনসাধারণের অর্থের বিচক্ষণ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর করা হবে। এমনই বলা হয়েছে সরকারি মেমোরেন্ডামে। স্মারকলিপিতে বলা হয়েছে, "রাজস্ব শৃঙ্খলা ও জনসাধারণের সম্পদের সুবিচারপূর্ণ ব্যবহারের প্রচেষ্টা অব্যাহত রেখে, ভারত সরকারের সব মন্ত্রক/বিভাগ ও অন্যান্য সংস্থা দীপাবলির ও অন্যান্য উৎসবের জন্য উপহার ও সম্পর্কিত জিনিসপত্রের ওপর কোনও ব্যয় করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।"