মুম্বই: মন ভাঙছে তামাম অনুরাগীদের? বিবাহ বন্ধনে বাঁধা পড়ছে চলেছেন বলিউডের প্রথম সারির তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ? সম্পন্ন হয়ে গিয়েছে রোকা অনুষ্ঠানও! সকাল থেকে এই খবরেই তোলপাড় নেটমাধ্যম! সত্যিটা কী?
তাঁদের যাওয়া আসা, ঘোরা ফেরা, সবই যেন ক্যামেরাবন্দি। ভিকি-ক্যাটরিনার সম্পর্ক নিয়ে উৎসাহের শেষ নিয়ে টিনসেল টাউনে। যদিও নিজে মুখে কখনও সম্পর্কের কথা স্বীকার করেননি তাঁরা। তবে বিভিন্ন হাউজ পার্টি থেকে শুরু করে ছবির প্রিমিয়ার, পাপারাৎজিদের ক্যামেরার সৌজন্যে হামেশাই ফাঁস হয়ে যাচ্ছে তাঁদের বেঁধে বেঁধে থাকা। এমনকি বলিউডে তাঁদের ঘনিষ্ঠ বন্ধুরাও বিভিন্ন সময়ে মুখ খুলেছেন তাঁদের সম্পর্ক নিয়ে।
গত ১৬ জুলাই ছিল বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফের জন্মদিন। জন্মদিন উপলক্ষে ভক্ত, বন্ধু, পরিজনদের কাছ থেকে তাঁর আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা পেয়েছেন অভিনেত্রী। কিন্তু শুভেচ্ছা জানাতে গিয়ে সলমন খানের ডিজাইনার অ্যাশলে রেবেলো যা লিখেছেন, তাতে অন্য কিছুর আভাস পাওয়া গিয়েছে। সলমন খানের ছবি 'ভারত'-এ ক্যাটরিনা কাইফের একটি ছবি দিয়ে ইনস্টাগ্রামে রেবেলো লেখেন, 'হ্যাপি বার্থ ডে ক্যাটরিনা কাইফ। আশা করি খুব শীঘ্রই বাস্তবে এমন দৃশ্য দেখতে পাবো।' কিন্তু কী এমন ছবি পোস্ট করলেন সলমন খানের ডিজাইনার, যা নিয়ে এত জল্পনা হচ্ছে? অ্যাশলে রেবেলোর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, ক্যাটরিনা কাইফ সাদা রঙের একটি বিয়ের পোশাক পরে রয়েছেন। আর রেবেলোর পোস্ট করা এই ছবি ঘিরেই তৈরি হয়েছে জল্পনা। তাহলে কি সত্যিই খুব শীঘ্রই বিয়ে করে নিতে চলেছেন বলিউড সুন্দরী!
কয়েক সপ্তাহ আগেই একটি অনুষ্ঠানে সাক্ষাৎকারে অভিনেতা হর্ষবর্ধন কপূর স্বীকার করে নিয়েছেন ভিকি-ক্যাটরিনার সম্পর্কের কথা। তিনি জানিয়েছিলেন, 'ভিকি এবং ক্যাটরিনার সম্পর্ক সত্যি। আমি কি এটা বলে কোনও সমস্যা পড়ব? জানা নেই'।
কিন্তু আজকের ঘটনা? সকাল থেকে তোলপাড় সোশ্যাল মিডিয়ায় জল ঢেলেছেন টিম ক্যাটরিনা কইফ। নায়িকার টিমের তরফ থেকে জানানো হয়েছে। ভিকি কৌশলের সঙ্গে রোকা হয়নি ক্যাটরিনার। হয়নি আংটি বদলও। এসব নিছকই গুঞ্জন।
তবে, যা রটে, তার কিছু তো ঘটে। ভিকি-ক্যাটের প্রেমের সম্পর্কের খবর কিন্তু উড়িয়ে দিতে নারাজ অনুরাগীরা।