জয়পুর: মঙ্গলবার থেকেই শুরু রাজকীয় বিয়ের একের পর এক অনুষ্ঠান। আজ ভিকি ও ক্যাটরিনার 'সঙ্গীত'। রাজস্থানের পালি জেলার সোজাত শহর (Sojat town of Rajasthan’s Pali district) থেকে প্রায় ২০ কেজি 'জৈব মেহেন্দি' পাউডার ('Orgamic Mehendi') পাঠানো হয়েছে সিক্স সেন্সেস ফোর্টে অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফের (Vicky Kaushal and Katrina Kaif wedding) বিয়ের অনুষ্ঠানে। 


৩৩ বছরের ভিকি কৌশল ও ৩৮ বছরের ক্যাটরিনা কাইফ, প্রায় ২ বছর সম্পর্কে থাকার পর অবশেষে বসছেন বিয়ের পিঁড়িতে। রাজকীয় আয়োজন, কড়া নিরাপত্তা, এলাহি ভোজপর্ব, ত্রুটি নেই কোত্থাও।


নিজেদের সম্পর্ক থেকে বিয়ের আয়োজন, কোনও ব্যাপারেই একবারও মুখ খুলতে শোনা যায়নি তারকা জুটিকে। তবে তাঁদের বিয়ের এলাহি আয়োজনের একাধিক খবর আসছে ইতিমধ্যেই। শোনা যাচ্ছে, শুধু 'জৈব মেহেন্দি' এসেছে তাই নয়, একইসঙ্গে এসেছে মেহেন্দির ৪০০ পিস কোন (400 pieces of mehendi cones)। রাজস্থানের সোজাত মেহেন্দি উৎপাদনের জন্য বিখ্যাত।


আরও পড়ুন: Vicky-Katrina Wedding: ভিকি-ক্যাটের 'সঙ্গীত'-এ শঙ্কর মহাদেবন ও গুরদাস মানের পারফর্ম্যান্স? জানুন বিস্তারিত


সোজাতের একটি মেহেন্দি উৎপাদনকারী কারখানার মালিকের কথায়, 'বিয়ের অনুষ্ঠানের দায়িত্বে থাকা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে আমরা জৈব মেহেন্দি সরবরাহ করেছি। তারকা জুটিকে সোজাত থেকে উপহার হিসেবে আমরা বিনামূল্যে ওই মেহেন্দি পাঠিয়েছি।' তাঁর কথায়, বিয়ের জন্য বিশেষ ভাবে এই মেহেন্দি তৈরি করতে তাঁদের ২০ দিন সময় লেগেছে। 


দুই পক্ষের বাড়ির লোকের উপস্থিতিতেই হবে মেহেন্দি অনুষ্ঠান। ঘনিষ্ঠ সূত্রে খবর, ভিকির বাড়ির লোকজন একেবারে তৈরি তাঁদের পরিবারে ক্যাটরিনাকে স্বাগত জানাতে। অন্যদিকে লন্ডন থেকে উড়ে এসেছেন ক্যাটরিনার বাড়ির লোকজনও। খুবই কাছের লোকজনদের নিয়ে বিয়ের আসর বসলেও তাতে জাঁকজমকে কোনও খামতি থাকবে না স্বাভাবিকভাবেই।


আরও পড়ুন: Celebrities Wedding Update: বিরুষ্কা, নিক-প্রিয়ঙ্কার পর ভিকি-ক্যাটের বিয়ের দায়িত্বেও 'শাদি স্কোয়াড'