কমলকৃষ্ণ দে, বর্ধমান: সোমবার বর্ধমান (Burdwan) রামপুরহাট (Rampurhat) শাখার নওদার ঢাল স্টেশন থেকে আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল সিআইডি (CID)। তাদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, ধৃতদের নাম মতিয়ার রহমান শেখ, কাজল শেখ ও উত্তম কুমার পণ্ডিত।


আজ তাদের বর্ধমান আদালতে (Burdwan Court) তোলা হয়। বিজেপির দাবি ধৃতদের মধ্যে একজন তৃনমূলের স্থানীয় নেতা এবং আরেকজন স্থানীয় তৃনমূল কর্মী। অভিযোগ অস্বীকার করে তুনমূলের দাবি ধৃতদের সঙ্গে তৃনমূলের কোনও সম্পর্ক নেই।


সিআইডি (CID) সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুরে তাঁরা ট্রেন থেকে নেমে ইতস্তত ঘোরাঘুরির করছিল। অন্যদিকে গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই সেখানে পৌঁছে গিয়েছিল সিআইডি (CID) । সন্দেহভাজনদের স্টেশন থেকে গ্রেফতার করা হয়।


ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির জেলা সম্পাদক শ্যামল রায়ের অভিযোগ, ধৃতদের একজন অঞ্চলের যুব তৃনমুলের-সহ সভাপতি ও আরেকজন তৃনমূল কর্মী। তাঁর কথায়, 'এরা দিনে শাসক দলের পতাকা ধরে রাজনীতি করে ও রাতে দুস্কৃতীমূলক কাজ করে। এটাই বর্তমানে শাসক দলের চেহারা।' তিনি আরও বলেন, পুরভোট যত এগিয়ে আসবে তত বেশি বোম-বন্দুক কার্তুজ পাওয়া যাবে।


তৃনমূলের কর্মী নয় দাবি করে আউসগ্রাম ১ ব্লক তৃণমূলের সভাপতি সালেক রহমানের দাবি আগে ওরা তৃনমূল করত, তবে দল থেকে অনেক আগেই ওদের সরিয়ে দেওয়া হয়েছে। ধৃতরা এখন তৃনমূলের কেউ নয়।


উল্লেখ্য এদিন মদের আসরে শ্লীলতাহানির অভিযোগ ওঠে! পাল্টা এক মহিলার বিরুদ্ধে যুবকের জিভ কেটে নেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগও উঠল। সব মিলিয়ে অশান্ত শান্তিনিকেতন লাগোয়া এই আদিবাসী গ্রাম। ২০ বছরের শমাই সোরেন। বাড়ি বীরভূমের শান্তিনিকেতন থানার ফুলডাঙা গ্রামে।


স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত ৮টা নাগাদ আদিবাসী তরুণ শমাই তাঁর বন্ধু মুকুলকে সঙ্গে নিয়ে পাশের বাড়িতে মদ খেতে যান। পুলিশ সূত্রে খবর, এক মহিলার বাড়িতে বসেছিল মদের আসর। 


শমাই সোরেনের বন্ধুর দাবি, কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলেন তিনি। ফিরে এসে দেখেন, ওই মহিলা শমাইয়ের জিভে ছুরির কোপ বসিয়ে তা কেটে নেওয়ার চেষ্টা করছে! যুবকের দাবি, তাঁর বাধায় সেই চেষ্টা বানচাল হয়ে যায়।


আহতের বন্ধু  মুকুল মুর্মু জানিয়েছেন, দুই বন্ধু মদ খেতে গিয়েছিলাম। আমি বাথরুম করতে বাইরে যাই। ফিরে এসে দেখি ওর ওপরে চেপে কাটছে। আমি টেনে ওকে ছাড়িয়ে তাড়াতাড়ি নিয়ে পালিয়ে যায়। জিভ কেটে নেওয়ার চেষ্টার অভিযোগ অস্বীকার করে, পাল্টা ওই যুবকের বিরুদ্ধে বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন মহিলা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।