নয়াদিল্লি: ছবির শ্যুটিং করতে গিয়ে চোট পেয়েছেন অভিনেতা ভিকি কৌশল। 'ছভা' ছবির শ্যুটিং চলছিল আর সেই ছবিতে অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত হন অভিনেতা। বলিউডের দুনিয়ায় ইতিমধ্যেই নিজের অভিনয়গুণে সাড়া ফেলেছেন অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal Injury)। এর আগে লক্ষণ উতেকরের পরিচালনায় 'জরা হটকে জরা বাঁচকে' ছবিতে অভিনয় করেছিলেন ভিকি, এবার ফের লক্ষণের সঙ্গেই কাজ করছেন 'ছভা' ছবিতে।
সূত্রের খবর, 'ছভা'তে একটি স্টান্ট দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে চোট পান অভিনেতা ভিকি কৌশল। সমাজমাধ্যমে কিছু ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে যেখানে ভিকির (Vicky Kaushal Injury) বাঁ-হাতে প্লাস্টার বাঁধা অবস্থায় গাড়ি থেকে বেরোতে দেখা যায়। আর সেই গাড়িতেই তিনি বাড়ির দিকে যাচ্ছিলেন। জানা গিয়েছে, অভিনেতা ভিকি কৌশল এখন কিছুদিন বিশ্রাম নেবেন এবং হাতের যত্ন নেবেন কয়েক সপ্তাহ। তারপর আবার শ্যুটিং সেটে ফিরবেন তিনি। এই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনুরাগীরা দুশ্চিন্তা প্রকাশ করেছেন, অনেকেই সমবেদনা জানিয়ে মনোবল জুগিয়েছেন। কেউ কেউ লিখেছেন, 'কীভাবে হাত ভেঙে গেল আপনার ?' জনৈক অনুরাগী আবার সমবেদনা জানিয়ে লেখেন, 'আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনা করি'।
লক্ষণ উতেকরের পরিচালনায় 'ছভা' ছবিতে 'পুষ্পা' খ্যাত অভিনেত্রী রশ্মিকা মন্দানার সঙ্গে অভিনয় করবেন ভিকি কৌশল। জানা গিয়েছে, ছবিতে ছত্রপতি শম্ভাজি মহারাজের চরিত্রে দেখা যাবে ভিকিকে (Vicky Kaushal Injury) এবং রশ্মিকা মন্দানা অভিনয় করবেন এসুবাঈ ভোঁসলের চরিত্রে। ছবিতে ঔরঙ্গজেবের চরিত্রটিও দেখা যাবে। এই চরিত্রে কে অভিনয় করছেন তা যদিও এখনও জানা যায়নি।
কয়েকদিন আগেই অভিনেত্রী রশ্মিকা মন্দানা জানিয়েছিলেন যে, লক্ষণ উতেকরের ছবি 'ছভা'র জন্য শ্যুটিং ইতিমধ্যেই শেষ করে ফেলেছেন তিনি। এই অ্যাকশন পিরিয়ড ফিল্মের শ্যুটিং শেষের দু'দিন পরে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এই খবর জানান রশ্মিকা। অনুরাগীদের উদ্দেশ্যে তিনি জানান যে, 'ছভা' ছবিতে অভিনয় করা তাঁর কাছে খুবই আনন্দের ছিল। ছবির সমস্ত কলাকুশলী, অভিনেতা-অভিনেত্রী, সেট, সংলাপ, উত্তেজনা সব মিলিয়ে একটা দুর্ধর্ষ অভিজ্ঞতা ছিল রশ্মিকার কাছে। পরে একটি ইনস্টা স্টোরিতে রশ্মিকা তাঁর সহ অভিনেতা ভিকি কৌশলের প্রভূত প্রশংসা করে লেখেন, 'তোমার সঙ্গে কাজ করা সত্যিই খুবই আনন্দের। তুমি একজন সত্যিকারের খাঁটি অভিনেতা। আমি তোমার জন্য সবসময় মঙ্গলকামনা করি। আমার মা আমাকে বলেছেন তোমাকে যাতে আমি ধন্যবাদ দিই'।