Vickey Kaushal's Chhaava: রিলিজের পর থেকেই ব্যাপক প্রশংসা পাচ্ছে ভিকি কৌশলের নতুন ছবি 'ছাবা'। এবার এই সিনেমাকেই কর-মুক্ত (ট্যাক্স ফ্রি) ঘোষণা করা হচ্ছে দুই রাজ্যে। জানা গিয়েছে, মধ্যপ্রদেশ এবং গোয়াতে 'ছাবা' ট্যাক্স ফ্রি করা হয়েছে। ছত্রপতি শম্ভাজি মহারাজের জীবনের ভিত্তিতে তৈরি হয়েছে 'ছাবা'। নাম ভূমিকায় রয়েছে ভিকি কৌশল। এছাড়াও ছত্রপতি শম্ভাজি মহারাজের স্ত্রী'র চরিত্রে অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা। ঔরঙ্গজেবের চরিত্রে রয়েছে অক্ষয় খান্না। পর্দায় ভিকি কৌশলের অভিনয় দেখে মুগ্ধ দর্শকমহল। অন্যান্য অভিনেতারাও নিজেদের চরিত্রে যথাযথ অভিনয় করছেন, এমনই বলছেন দর্শকরা। ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে 'ছাবা'। আর তার জেরেই দুই রাজ্যে এই সিনেমাকে ট্যাক্স ফ্রি ঘোষণা করা হয়েছে। 

১৯ ফেব্রুয়ারি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ঘোষণা করেছেন 'ছাবা' তাঁর রাজ্যে কর ছাড়াই দেখানো হবে। ছত্রপতি শিবাজি মহারাজের জন্মবার্ষিকী উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই এই ঘোষণা করেছেন তিনি। এক্স মাধ্যমেও জানিয়েছেন তাঁর সিদ্ধান্তের কথা। অন্যদিকে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তও এক্স মাধ্যমে ঘোষণা করেছেন যে তাঁর রাজ্যেও 'ছাবা' দেখানো হবে ট্যাক্স ফ্রি সিনেমা হিসেবে। এবছর ছত্রপতি শিবাজি মহারাজের ৩৯৫তম জন্মবার্ষিকী। যেদিন তাঁর জন্মদিন সেই দিনই মধ্যপ্রদেশ এবং গোয়াতে ট্যাক্স ফ্রি ঘোষণা করা হয়েছে 'ছাবা' সিনেমাটি। 

এর পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশও জানিয়েছেন, এই সিনেমা সম্পর্কে ইতিবাচক বার্তা পেয়েছেন তিনি। ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি এই ছবির গুরুত্বও যে অপরিসীম সেই আলোচনাও করেছেন তিনি। দেবেন্দ্র ফড়নবীশ এও জানিয়েছেন যে, ২০১৭ সালে বিনোদন কর সরিয়ে দিয়েছে মহারাষ্ট্র সরকার। এবার 'ছাবা' ছবিটিকে যতভাবে আরও বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টাই করা হচ্ছে। 

তথ্যসূত্র- আইএএনএস