মুম্বই: সিক্রেট সুপারস্টারের মুক্তি সামনেই। পাশাপাশি পুরোদমে চলছে ঠগস অফ হিন্দোস্তানের কাজ। এরই মধ্যে আমির খান পালন করলেন প্রাক্তন স্ত্রী রীনা দত্তর জন্মদিন। গতকাল ৫০-এ পা দিয়েছেন আমিরের প্রথম স্ত্রী। অনুষ্ঠানের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। ভিডিওয় দেখা যাচ্ছে, উপস্থিত আমিরের বর্তমান স্ত্রী কিরণ রাও। রীনা কেক কাটছেন, আমির খুলছেন শ্যাম্পেনের বোতল। রয়েছে আমির ও রীনার দুই সন্তান ইরা ও জুনেদও। দেখুন ভিডিওটি ১৯৮৬-তে বিয়ে করেন আমির ও রীনা। তখন আমিরের বয়স ছিল ২১, রীনার ২০। আমিরের কেরিয়ার তৈরিতে বড় ভূমিকা নেন তিনি। লগান ছবির প্রযোজকও ছিলেন।
বিয়ের ১৬ বছর পর ২০০২-এ তাঁদের ডিভোর্স হয়ে যায়। ছেলেমেয়ের কাস্টডি পান রীনা। ২০০৫-এ আমির বিয়ে করেন কিরণকে।