ওই অভব্য আচরণ এতটুকু বরদাস্ত করেননি জারিন। সঙ্গে সঙ্গে ওই ভিড়ের মধ্যেই ওই দুষ্কৃতীকে চড়-থাপ্পড় কষিয়ে দেন। এ ব্যাপারে জারিন বলেছেন, 'কখনও কখনও এ ধরনের ঘটনায় নিজেই ব্যবস্থা নিতে হয়। কেউ কী ভাববে, তা নিয়ে ভাবার অবকাশ থাকে না। এক মহিলা হিসেবে মনে করি যে, কেউ যদি অভব্য আচরণ করে বা ভুলভাবে শরীর স্পর্শ করতে চায়, তাহলে তার সঙ্গে সঙ্গে জবাব দিতে হবে। তা এ ধরনের ঘটনা বন্ধ ঘরেই হোক বা প্রকাশ্য স্থানে।
জারিন আরও বলেন, শুধু সেলিব্রিটি বলে আমি সুরক্ষার অভাব বোধ করি না, এমনটা কিন্তু নয়। আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে স্পর্শ করার অধিকার কারুর নেই। আমি সবার প্রথমে এক মহিলা, আর প্রত্যেক মহিলার জীবন যাপনের, কাজ করার ও এমন এক পরিবেশের অধিকার রয়েছে, যা যে কোনও পুরুষের মতোই তাঁর জন্যও সুরক্ষিত হয়'।
জারিন খানকে শেষবার ‘১৯২১’ সিনেমায় করণ কুন্দ্রার সঙ্গে দেখা গিয়েছিল। এরপর তাঁকে বিভিন্ন পুরস্কার প্রদান অনুষ্ঠান, ফ্যাশন শো ও ফটোশ্যুটে দেখা যায়। ২০১০-এর সলমন খানের বিপরীতে ‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ ঘটেছিল তাঁর। এরপর তাঁকে ‘রেডি’, ‘হাউসফুল ২’, ‘হেট স্টোরি ৩’-র মতো সিনেমায় দেখা গিয়েছে।